এইবেলা, মৌলভীবাজার ::
২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা, বহুমুখী প্রতিভার অধিকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে গত ৭ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মৌলভীবাজারে করোনা প্রতিরোধ শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি পর্যটনসহ সকল খাতের উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোহাম্মদ মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্ত, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সারওয়ার আহমদ, বাংলা ভিশনের প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দেশটিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, একাত্তর টিভির প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত. মাছরাঙা টিভির প্রতিনিধি ফেরদৌস আহমদ, একুশে টিভির প্রতিনিধি বিকুল চক্রবর্তী, যমুনা টিভির আফরোজ আহমদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দেব,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, প্রেসক্লাবে সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, সিনিয়র সাংবাদিক এডভোকেট রাধা পদ দেব সজল, দৈনিক জন প্রত্যাশার সম্পাদক ডা: ছাদিক আহমদ, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, চ্যানেল এস এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, ও সাংবাদিক অশোক দাস, সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করে বক্তারা মৌলভীবাজার হাসপাতালে করোনা পরিস্থির টেষ্ট নির্নয়ে পিসিআর ল্যাব স্থাপন, জেলা শিশু পার্কের সংস্কার, বিভিন্ন বাগান মালিকরা পর্যটকদের জন্য যাতে লেইক উন্মুক্ত করার যথাযথ পদক্ষেপ নেয়াসহ মনু প্রকল্পের জন্য একনেকে বরাদ্ধকৃত কাজের সটিক তদারকি, অবৈধ বালু উত্তোলন বন্ধ সহ জেলার সমস্যা ও সম্ভাবনার কথা ও বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।
নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সমাপনী বক্তব্য বলেন, আমি খুব আপসোস করে এখানে এসেছি, প্রাকৃতিক লীলাভূমি পর্যটন নগরী চা অধ্যুষিত মৌলভীবাজার জেলায় এমন কিছু কাজ করতে চাই। যাতে এই জেলাবাসী আমাকে আমার কর্মের জন্য স্মরণ করে। আশা করি ভালো উদ্যোগ নিয়ে সামনের দিনে এই জেলাকে অনেক কিছু দিতে পারবো। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংস্কার করা, ঢাবির প্রথম ছাত্রী নিলা নাগের পৈতিক বাড়ি উদ্ধার। পরিশেষে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলায় একুশ শতকে কি করে সোনায় পরিনত করা যায় সে সকল ব্যবস্থা কিভাবে করা যায় এবং জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নসহ জনকল্যাণে প্রশাসনের কর্মকাণ্ডে সাংবাদিকদের গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।#
Leave a Reply