নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার আমপুর গ্রামের বাবলু (৩৫) নামের এক যুবক গাছ থেকে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়, সোমবার বিকেলে তিনি পার্শ্ববর্তী নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামে একটি কড়ই গাছ কাটার জন্য ওই গাছে উঠেন। এ সময় তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে আত্রাই উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল কালাম আজাদ বলন, লাশটি স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমরা এ ব্যাপার একটি বার্তা নলডাঙ্গা থানায় পাঠিয়েছি। #
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply