তিনি শনিবার (২৩ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলা এসোসিয়েশন অব আমেরিকা (ইনক) এর পক্ষ থেকে কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে বন্যাকবলিত ২০০ পরিবার, ব্রাহ্মণবাজার ইউনিয়নে ১০০ পরিবার ও জয়চন্ডি ইউনিয়নে ১২৫ পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
ভূকশিমইলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী কাঞ্চন মিয়ার সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এম এ শুকুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, সাংকৃতিক বিষয়ক সম্পাদক বিমলেন্দু সেন কৃষ্ণ, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুর রহমান, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোহিত খাঁন, সাধারণ সম্পাদক আব্দুল আলী, ভূকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাকী মানিক, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুরুজ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সঞ্জয় পাশী জয়, কুলাউড়া উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক এস এম ঝুমন, উপপ্রচার সম্পাদক সিপন খাঁন, ভূকশিমইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিনুর জামান ইয়াকুব, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ওয়াসিম আহমদ, রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহমদ অভি প্রমুখ।
Leave a Reply