কমলগঞ্জে সামাজিক বনায়নের বাগানের মূল্যবান গাছ চুরির হিড়িক : উদাসীন বন বিভাগের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে উৎসবমূখর পরিবেশে বড়দিন উদযাপনে থানা পুলিশের সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় কুলাউড়ায় ‘কমল হাউস’ প্রকল্পের ১১তম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন কুলাউড়া হাসপাতালের সামনে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু  বড়লেখায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন আরো ৩ সংসদ সদস্যপ্রার্থী খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ কুলাউড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু কুলাউড়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার দক্ষিণভাগ মাদ্রাসায় আল ক্বামার ছাত্র সংসদের বিজয় দিবস উদযাপন বড়লেখায় বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি : ঘটক গ্রেফতার জুড়ীতে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ জিরার চালান জব্দ, গ্রেফতার ১

কমলগঞ্জে সামাজিক বনায়নের বাগানের মূল্যবান গাছ চুরির হিড়িক : উদাসীন বন বিভাগের

  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাভুক্ত সামাজিক বনায়নের অধিকাংশ বাগানের মেয়াদ দীর্ঘদিন আগে পূর্ণ হলেও অদৃশ্য কারণে বন বিভাগ কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে। কমলগঞ্জ উপজেলার কামারছড়া বনবিট, আদমপুর বনবিট ও রাজকান্দি রেঞ্জ সদরের শত শত হেক্টর আগর বাগান ও কৃষি বন বাগান থেকে রাতের আঁধারে অবাধে গাছ চুরি করে নিচ্ছে চোরচক্র। সুবিধাভোগীদের অভিযোগ, রাজকান্দি রেঞ্জের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশেই চলছে সামাজিক বনায়নের মূল্যবান গাছ নিধনের হিড়িক।

এছাড়া রাজকান্দি রেঞ্জের এসব বাগানের মেয়াদ পূর্ণ হলেও বন বিভাগের অসহযোগীতায় যথাসময়ে নিলামে যাচ্ছে না বাগানগুলো। বাগানের গাছগুলো সঠিক সময়ে নিলামে না তোলায় বাগানের নিরাপত্তার কাজে নিয়োজিত চৌকিদারদের বেতন দিতে হিমশিম খাচ্ছে বাগানের অংশিদাররা, কিছু কিছু বাগানে চৌকিদারদের বেতন যোগাতে না পেরে শেষ পর্যন্ত চৌকদারদের বাদ দিয়ে দিতে হয়েছে।

Manual3 Ad Code

সামাজিক বনায়নের কয়েকটি বাগানে খোঁজ নিয়ে জানা যায়, রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় সৃজিত আগর বাগান ২০০১ সাল থেকে ২০বছর মেয়াদে ২০২১ সালে মেয়াদ পূর্ণ হয়। কামারছড়া বনবিট এলাকায় কৃষি বন বাগান ২০০৮সাল থেকে ১০বছর মেয়াদে ২০১৮সালে মেয়াদ পূর্ণ হয়। কামারছড়া বনবিট এলাকায় সৃজিত আগর বাগনে একই মেয়াদে ২০১৮সালে মেয়াদ পূর্ণ হয়। ২০১০ ও ২০১১ সালে রাজকান্দি রেঞ্জ সদরের সিলেট রেলপথে সৃজিত রেল বন বাগানের মেয়াদ যথাক্রমে ২০২০ ও ২০২১ সালে পূর্ণ হয়।

Manual1 Ad Code

সামাজিক বনায়নের সৃজিত বাগানের সুবিধাভোগীদের সাথে আলাপকালে জানা যায়, কামারছড়া ও আদমপুর বনবিটের অধিকাংশ বাগানের মেয়াদ অনেক আগেই পূর্ণ হয়েছে। এসব বাগানের মেয়াদ পূর্ণ হওয়ায় বন বিভাগের কর্মকর্তাদের সাথে আলাপ করলেও গাছ মার্কিং কিংবা নিলামের কোন ব্যবস্থা গ্রহণ করছে না বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও আলোর মুখ দেখছেন না অংশিদাররা। এতে অনেকটাই নিরাশ হয়ে পড়েছেন তাঁরা। বাগানের সুবিধাভোগীদের ৯৫ভাগই মধ্যবৃত্ত ও নিন্মমধ্যবৃত্ত। লাভের আশায় পেটে লাথি দিয়ে বাগানের খরচ জুগিয়েছেন। কয়েকটি বাগানে দীর্ঘ মেয়াদে চৌকিদারদের বেতন যোগাতে না পেরে শেষ পর্যন্ত চৌকদারদের বাদ দিয়ে দিতে হয়েছে। রাতের আঁধারে সামাজিক বনায়নের মূল্যবান গাছ কেটে নিচ্ছে চোরচক্র। সম্প্রতি রাজকান্দি রেঞ্জ সদরের সিলেট রেলপথের রেল বন বাগানের বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে যায় চোরচক্র। দ্রুত বাগানগুলোর গাছ মার্কিং করে নিলামের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

সামজিক বনায়নের বাগান ঘুরে দেখা যায়, উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাভুক্ত কামারছড়া ও আদমপুর বনবিটের শত শত হেক্টর সামাজিক বনায়নের বাগান থেকে ঘন ঘন গাছ চুরি হচ্ছে। এদের বেশির ভাগই আগর ও কৃষি বন বাগান। আদমপুর বনবিটের আগর বাগানে শত শত আগর গাছের মোথা পড়ে রয়েছে।

Manual8 Ad Code

আদমপুর সামাজিক বনায়নের সুবিধাভোগী মো: সবুর মিয়া, জাহাঙ্গীর হোসেন মুন্না (রানা), মো: আব্দুল হাই তোতা, আব্দুল আহাদ অভিযোগ করে বলেন, বাগানের মেয়াদ পূর্ণ হলেও বন বিভাগ কোন পদক্ষেপ গ্রহন করছে না। শুধু কালক্ষেপন করছে। ২০১৮ সালে বাগানের মেয়াদ পুর্তির আগেই আদমপুর বনবিটের তৎকালিন বিটকর্মকর্তা আব্দুল আহাদ গাছ মার্কিং এর জন্য সুবিধাভোগীদের কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা নেন। কিন্তু মার্কিং হলেও তৎকালিন বন বিভাগের সহকারি বন সংরক্ষক মার্কিং সঠিক না হওয়ার অজুহাত দিয়ে ফাইল ফেরত পাঠিয়ে দেন রাজকান্দি রেঞ্জে। এর পর চার বছর গত হলেও আলোর মুখ দেখেনি। এই সুযোগে মাথাচড়া দিয়েছে চোরচক্র। রাজকান্দি রেঞ্জের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে রাতের আধারে চলছে এই বনায়নের মূল্যবান গাছ নিধনের মহোৎসব। গত ২ এপ্রিল আদমপুর আগর বাগান থেকে চুরি হওয়া ২৬ ঘনফুট আগর কাঠসহ ৩জনকে আটক করে বন বিভাগ। তারা আরো বলেন, সময়মত ঠেন্ডার প্রক্রিয়া না হওয়ায় সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে, আর অংশিদাররা পাচ্ছে না তাদের কষ্টাজ্জিত অর্থ। এদিকে লাভবান হচ্ছে চোরচক্র ও একশ্রেণীর দুর্ণীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী।

গাছ মার্কিং ও নিলামের বিষয়ে রাজকান্দি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম এর সাথে একাধিকবার আলাপ করলেও ব্যস্ততা দেখিয়ে শুধু সময়ক্ষেপন করছেন। বন বিভাগ বিষয়টি আমলে নিয়ে দ্রুত ঠেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে গাছ নিলামে তুলে সুবিধাভোগীদের অর্থ হস্তান্তর করার দাবি জানান তারা।

আদমপুর বনবিট কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন জানান, আগর বাগানের মেয়াদ পূর্ণের বিষয়টি নজরে আছে। বাগান থেকে প্রায়ই গাছ চুরি হচ্ছে। আমরা গাছ চুরি প্রতিরোধের চেষ্টা করছি। ডিএফও ও রেঞ্জার এর সাথে বাগানের বিষয়টি নিয়ে কথা বলব।

বাগানের মেয়াদ পূর্ণের বিষয়ে সিলেট বন বিভাগের বিভাগীয় বন সংরক্ষক তৌফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তার সাথে আলোচনা করবো।

রাজকান্দি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এখন ব্যস্ত আছি। কিছুদিনের মধ্যে উপজেলা বন কমিটির সভা ডেকে বিষয়টি উপস্থাপন করব।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!