এইবেলা, শ্রীমঙ্গল ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ৬ শ’ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে অভিযান করে এ জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) নয়ন কারকুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
অভিযানে মাস্ক না পরার দায়ে ১৯ জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও সরকারী আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।#
Leave a Reply