লংলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান-
এইবেলা, কুলাউড়া ::- কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, পড়াশোনার পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের ছাত্রজীবন থেকেই নিয়মিত পত্রিকা, বিজ্ঞান, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শ্রেণীকক্ষের পাঠদানের পাশাপাশি নিয়মিত দৈনিক পত্রিকার কলাম, শিক্ষা পাতা, দেশ ও আন্তর্জাতিক সংবাদ পাঠে নিজেদের মাঝে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়।
এ সময় তিনি একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, সকল শিক্ষার্থীকে রাজনৈতিক সচেতন হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান শিক্ষার্থীরাই আগামীতে নেতৃত্বে দেবে এ সমাজে। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন বক্তব্যে।
০৫ ফেব্রুয়ারি লংলা আধুনিক ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আলোচন সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক গায়েত্রী চক্রবর্তী ও প্রদর্শক সমরেশ দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস পপি, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, পৃথিপাশা ইউপির সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা আব্দুল মনাফ, নবাব আলী সাজ্জাদ খান, ময়নুল ইসলাম পংকি, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, সৈয়দ আসফাক তানভীর প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন হাসান আহমদ রুবেল, নাইম খান, আলতাফ হোসেন, আব্দুল কাইয়ুম, নাফিজা খানম।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয় দুপুরে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন বলে কলেজ সূত্রে জানা গেছে।##
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply