রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেকার যুবক ও যুব মহিলাদের কর্মক্ষম ও সাবলম্বী করার লক্ষ্যে সানফ্লাওয়ার ট্রেনিং সেন্টার যথেষ্ট ভূমিকা পালন করছে।
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অধীনে স্কলস ফর এ্যামপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর অর্থায়নে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশন (বিইআইওএ) এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সর্পোটার অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর সহযোগীতায় সানফ্লাওয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নাগেশ্বরীর বাস্তবায়নে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মাহামুদুল হাসানের ব্যবস্থাপনায় ছয় জন সুদক্ষ প্রশিক্ষক দ্বারা মোট এক শত আটত্রিশ জনের গার্মেন্টস মেশিন অপারেটর, ওয়েল্ডিং ও ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এ্যান্ড মেইনটেনেন্স বিষয়ে ফ্রিতে প্রশিক্ষন দেয়া হচ্ছে।
প্রতিষ্ঠানের পরিচালক মাহামুদুল হাসান জানান এ প্রশিক্ষন চারমাস মেয়াদী চলবে। প্রশিক্ষন শেষে প্রশিক্ষানার্থীদের সনদ প্রদান ও দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগীতা করা হয়।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply