কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :::: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক প্রচারাভিযানমূলক সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তাহমিনা ইসলাম বলেন, পরিবেশ ভালো না থাকলে মন ভালো থাকে না। একটি সুস্থ্য ও স্বাভাবিক পরিবেশে সুন্দরভাবে জীবন যাপন করা যায়। বর্তমানে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব আমাদের পরিবেশকে বিপর্যস্ত করে তুলছে। এই প্লাস্টিক ও পলিথিন আমাদের পরিবেশের অভাবনীয় ক্ষতি বয়ে আনছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) এর আয়োজনে বুধবার (0৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে প্রচারাভিযানমূলক সভা অনুষ্ঠিত হয়।
সুজা মেমোরিয়াল কলেজ শমশেরনগর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিক উদ্দীনের সভাপতিত্বে ও বেলা’র সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ শাহেদা আক্তার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তাহমিনা ইসলাম, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়ান। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ কর্মী ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজা মেমোরিয়াল কলেজ এর সহকারী অধ্যাপক মো. আব্দুল আহাদ। সভার শুরুতে নদী, হাওর, বন ধ্বংস এবং প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভার প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক চমৎকার এই অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষার্থীসহ সকলের সচেতন হওয়ার একটি ভালো উদ্যোগ। বনের গাছগাছালি, নদী, ছড়া, পাহাড়, টিলা এগুলো রক্ষা করতে না পারলে ভবিষ্যতে আমাদের ভয়াবহ বিপর্যয়ের দিকে ধাবিত হতে হবে। এর পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব বিষয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে বর্জন করতে হবে।#
Leave a Reply