প্রিয় বাংলা পান্ডুলিপি পুরস্কার পেলেন কবি এনাম রাজু প্রিয় বাংলা পান্ডুলিপি পুরস্কার পেলেন কবি এনাম রাজু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নিটারে সরস্বতী পূজা আয়োজনের ব্যাপক তোড়জোড় নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা কুলাউড়ায় বাগানমালীর দখলে থাকা কোয়ার্টার উদ্ধার কুলাউড়ায় উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা বড়লেখায় জেলা প্রশাসকের নানা কার্যক্রম : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ৫৪ বকনা গরু বিতরণ বড়লেখায় যুবদল নেতা খুন : ৫ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা-কোনো গ্রেফতার নেই মালিতো নয় যেন বনবিভাগের কোয়াটারের মালিক! ফলো আপ: কমলগঞ্জে স্ত্রীর গচ্ছিত টাকা আত্মসাৎ করতে শ্বাসরুদ্ধ করে হত্যা মৌলভীবাজারে ৯ দিনে ৫ খুন : জনমনে আতঙ্ক

প্রিয় বাংলা পান্ডুলিপি পুরস্কার পেলেন কবি এনাম রাজু

  • বুধবার, ৭ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক :: প্রিয় বাংলা পান্ডুলিপি পুরস্কার পেয়েছেন কবি এনাম রাজু। ‘বিকিনি পরা অমাবশ্যা’ কবিতার পান্ডুলিপির জন্য তিনি এই পুরস্কার পেলেন।

তার কবিতায় আলো ও কালোর প্রতিচ্ছবি, দেশ ও মাটির ভবিষ্যৎ, দ্রোহ, প্রেম-ভালোবাসার একাল-সেকাল নিয়ে ব্যচ্ছেদ আয়োজকদের দৃষ্টি কাড়ে বলে প্রথমে প্রাথমিকভাবে মনোনিত এবং পড়ে পুরস্কারে ভূষিত হন।

পাঁচ ক্যাটাগরির এই পুরস্কার বিজয়ী অন্যরা হলেনÑ ছড়াশিল্পী আখতারুল ইসলাম, গল্পকার ফজলে রাব্বী দ্বীন, উপন্যাসে সালাহউদ্দিন খান এবং প্রাবন্ধিক রাকিবুল রকি। প্রত্যেক বিজয়ী লেখক পাবেন পাঁচ হাজার টাকা করে নগদ সম্মানী, সম্মাননা ক্রেস্ট, সনদ এবং লেখককপি বাবদ বই উপহার। গতকাল এক প্রেসবিজ্ঞপ্তিতে প্রিয় বাংলার সত্ত্বাধিকারি এস এম জসিম ভূঁইয়া এ তথ্য জানান।

এস এম জসিম ভূঁইয়া জানান, প্রতিবছরের মত এবারও প্রিয় বাংলা প্রকাশন পা-ুলিপি প্রতিযোগিতার আয়োজন করে। এপ্রিলের প্রথম দিন থেকে পা-ুলিপি সংগ্রহের কাজ শুরু হয়। ৩১শে আগস্ট পর্যন্ত ৫ মাসে ১০২৩টি পা-ুলপি জমা পড়ে। এরপর যাচাই-বাছাই শেষে ছড়া, কবিতা, গল্প, এ পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এনাম রাজুর পুরস্কারপ্রাপ্তি সম্ভন্ধে জানতে চাইলে জসিম ভূঁইয়া বলেন, ‘দেশের বরেণ্য কবি-সাহিত্যিকরা আমাদের এই পুরস্কার প্যানেলে বিচবারক ছিলেন। তাদের নিরীক্ষাপত্র বলছেÑ এনাম রাজু তরুণ কবি। তার লেখায় গতি আছে, রয়েছে অপার সম্ভাবনা। চিত্রকল্প, উপমায় আছে আলাদা ঢঙ। প্রতিটি কবিতায় রয়েছে ম্যাসেজ। আমার মনে হয় এজন্যই তিনি বিজয়ী।’

কবি সৈয়দ আহসান কবীর এনাম রাজুর পুরস্কার প্রাপ্তিতে উৎফুল্লতা প্রকাশ করে বলেন, ‘তার কবিতা আমাকে আন্দোলিত করে। কবিতার শব্দরা কথা বলে। কথা বলেÑ মানুষের, মনের, দেশের। কখনো কখনো পৃথিবী ছেড়েও অন্য কোথাও হাঁটে তার কবিতার কথামালা।’ তিনি আরও বলেন, ‘একটি পুরস্কারপ্রাপ্তি কবির কলমকে আরও সতর্ক করে তোলে। তখন কবিতা আরও ঋদ্ধ হয়। আগামীতে তার কলম বাংলাসাহিত্যে পরিপুষ্ট কবিতা দেবে বলে আশা করি।’

জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews