এইবেলা রিপোর্ট::
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে ১১ লক্ষ ৩৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। টিলা কর্তনের অপরাধে ৪ জনকে ১ লাখ ৪০ হাজার টাকা এবং অবৈধভাবে মুরগীর খামার পরিচালনার অপরাধে বর্ষিজোড়া ইকোপার্ক এলাকার জনতা পোল্ট্রি ফার্মকে ৯ লাখ ৯৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের মনিটরিং এন্ড এসফোর্সমেন্ট উইং।
জানা গেছে, গত ৫ ফেব্রæয়ারি পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এ শুনানী অন্তে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিত এবং অবৈধভাবে টিলা কেটে মুরগীর খামার পরিচালনার অপরাধে মো. মাহমুদুল হাসান, জনতা পোল্ট্রি ফার্মকে ৯ লক্ষ ৯৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছেন।
এছাড়াও, অবৈধভাবে টিলা কর্তনের অপরাধে আব্দুর রহিম, কালেঙ্গা, কমলগঞ্জকে ৮৭ হাজার ৬০০ টাকা; মোছাঃ তাহমিনা আক্তার, ডরিতাজপুর, কুলাউড়াকে ২৬ হাজার ৪০০ টাকা; মোহন গোস্বামী, কালাছড়া, জুড়িকে ১৮ হাজার টাকা এবং ধনপতি রুদ্রপাল, কালাছড়া, জুড়িকে ১৮ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেন।
পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, অভিযুক্তরা নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপুরণের অর্থ পরিশোধ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।
Leave a Reply