এইবেলা,,কুলাউড়া ::: কুলাউড়ার টিলাগাও ইউনিয়নের বাংলাবাজারের বিজলি মৌজায় অবস্থিত ৬২ শতকের অধকোটি টাকা মুল্যের সরকারি পুকুর একজন ইসকন সদস্যের কবল থেকে দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসময় পুকুর হতে মাছ ধরে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।
১৫ মে বৃহস্পতিবার বিকেলে কু্লাউড়া সহকারী কমিশনার(ভূমি) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বিজলী মৌজায় বিশাল একটি সরকারি দীঘি পুরঞ্জীত শর্মা নামে একজন ইসকন সদস্য বিগত ১০ বছর থেকে জবর দখল মাছ চাষ করে আসছি্লেন। প্রশাসন কাগজ পত্রাদি দেখতে চাইলে তিনি ভুয়া লীজের কাগজ দেখান। পরে সরকারী নতি পর্যালোচনা করে দেখা যায় ৬২ শতাংশ আয়তনের দীঘিটির মালিক বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক। তাই অভিযান পরিচালনা করে দীঘিটি উদ্ধার এবং দীঘির মাছ আহরন করে ওপেন নিলামের মাধ্যমে মাছ বিক্রি করে ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।
এব্যাপারে সহকারী কমিশনার(ভুমি) জহুরুল হোসেন জানান, সরকারি খাস জমি যাদের দখলে রয়েছে তাদের বিরুদ্বে অভিযান চলবে।##
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply