এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান প্দ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় ডিজিটাল প্রেজেন্টশন উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফুল আলম।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, সহকারি কমিশনার (ভুমি) শাহ জহুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ,,,উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন। মুক্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম ও মোহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন বলেন, কর্মশালায় উপস্থিত সবার লক্ষ্য ও উদ্দেশ্য একটাই। দুর্যোগ ও দুর্বিপাকে যেন কোন প্রাণের ক্ষতি না হয়। এব্যাপারে আমাদের সতর্ক থাকা। সেইসাথে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখা।#
Leave a Reply