এইবেলা, বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে ৯ প্রাতষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর বাজার ও ও কাঠালতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।
জানা গেছে, সরকার আলুর মূল্য বেধে দিলেও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে উপজেলার বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে। প্রশাসন জরিমানা করলেও কমছে না আলুর দাম। রোববার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর বাজারে আলুর বাজার মনিটরিংয়ে নামেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। এসময় অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে ৫ জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এর আগে তিনি কাঠালতলী বাজারে অভিযান চালান। এসময় অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে আরো ৪টি দোকান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা জানান, যারা সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে আলু বিক্রি করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#
Leave a Reply