এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দীরগ্রামে বিভিন্ন বেসরকারি সংস্থার ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে সোমবার (৫ জানুয়ারি) রাতে গৌরাঙ্গ দাস (৫৫) নামক এক রিক্সা চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত গৌরাঙ্গ তিন সন্তানের জনক।
স্থানীয় লোকজন জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে চরম অর্থকষ্টে ভোগছিলেন রিক্সা চালক গৌরাঙ্গ দাস। । প্রতিদিনের চাপ, কিস্তির জ্বালা আর অর্থসংকটে হতাশ হয়ে শেষ পর্যন্ত নিজ বাড়ির একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় এলাকায় ঋণগ্রস্ত মানুষ হতাশ।
পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী জানান, খবর পেয়ে আমি নিহতের বাড়িতে যাই এবং ঘটনার সত্যতা জানতে পারি। পরিবারের লোকজন নিশ্চিত করেছেন, গৌরাঙ্গ দাস প্রতিদিন বিভিন্ন বেসরকারি সংস্থার কিস্তি পরিশোধের অর্থসংকটে হতাশ হয়ে আত্মহত্যা করেন৷
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার নিয়ে আসে। মঙ্গলবার ০৬ জানুয়ারি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার এসআই আরিফ জানান, বিভিন্ন ঋণের কারণে মানসিক যন্ত্রণা থেকে আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার ও স্থানীয় লোকজন নিশ্চিত করেছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।##
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply