সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাদিয়া’স আইইএলটিএস-এর ফাউন্ডার সাদিয়া রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের হবিগঞ্জ সড়কের সৈয়দ মুজিবুর রহমান মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা আয়োজন করা হয়।
মতবিনিময়কালে সাদিয়া রহমান জানান, পাঁচ বছর আগে শ্রীমঙ্গলে সাদিয়া’স আইইএলটিএস যাত্রা শুরু করে। বর্তমানে নতুন আঙ্গিকে ১২ জন দক্ষ ইংরেজি প্রশিক্ষকের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে আইইএলটিএস প্রস্তুতির পাশাপাশি কিডস স্পোকেন ইংলিশ, চাকরিজীবীদের জন্য ফ্লুয়েন্ট ইংলিশ কোর্স চালু রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির ভিসা প্রক্রিয়াতেও সহায়তা দেওয়া হয়। এ প্রতিষ্ঠান চালু হওয়ায় শ্রীমঙ্গল এলাকার শিক্ষার্থীদের ঢাকা, সিলেট ও মৌলভীবাজারে যাতায়াতের ভোগান্তি ও অতিরিক্ত খরচ কমবে। পাঠদানের মান দেশের নামকরা প্রতিষ্ঠানগুলোর সমমানের এবং ব্রিটিশ মানদণ্ড অনুসরণ করা হচ্ছে বলেও তিনি জানান।
খুব শিগগিরই শ্রীমঙ্গলে ব্রিটিশ কাউন্সিলের অধীনে আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি আসন্ন একটি মাস্টারক্লাসে আইডিপি আইইএলটিএস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি ও আইইএলটিএস সংশ্লিষ্ট বিশিষ্ট পেশাজীবীদের উপস্থিতির সম্ভাবনার কথাও জানান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মুসলিম চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য আবুজার রহমান বাবলা, সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান, ইসমাইল মাহমুদ, দীপঙ্কর ভর্টাচার্য লিটন, সৈয়দ ছায়েদ আহমদ,আমজাদ হোসেন বাচ্চু,মিজানুর রহমান আলম,এম,এ,রকিব,শামসুল ইসলাম শামীম,সুলতান মাহমুদও সনেট দেব প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply