মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
জাপানে জনশক্তি রপ্তানি ও দেশের অভ্যন্তরে আত্মকর্মসংস্থান তৈরীর লক্ষ্যে কুড়িগ্রামে দিনব্যাপী জব ফেয়ারের আয়োজন করেছেন সাইক ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট এন্ড টেকনোলজি। রবিবার (১১ জানুয়ারি) জেলা সদরের খলিলগঞ্জে প্রতিষ্ঠানটি এ আয়োজন করেন। এতে ৪টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। মেলায় জেনারেল কেয়ারগিভিং, ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন ও বেকারি এন্ড পেস্ট্রি প্রোডাকশনে ট্টানিংপ্রাপ্ত ২০০ জনকে চাকুরি প্রদানের ব্যবস্থা করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির ট্রেনিং কো-অর্ডিনেটর সেখ সালেহ আহমেদের সভাপতিত্বে ও একাউন্টস অফিসার মোর্শেদ শফিকুন্নবীর সঞ্চলায় এক সংক্ষিপ্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে বক্তব্য রাখেন কুড়িগ্রাম এলজিইডির রিজিওনাল লাইভলীহুড অফিসার আব্দুল হাই, সাইক গ্রুপের হেড অব জব প্লেসমেন্ট মামুনুর রশিদ ও জব প্লেসমেন্ট অফিসার সৈকত কুমার বিশ্বাস।
জব ফেয়ারে অংশগ্রহণ করা চাকুরি প্রত্যাশীরা জানান, আমরা সাইক থেকে কেয়ার গিভিংয়ে লেভেল-২ সম্পন্ন করে ভালো বেতনে চাকুরি পাচ্ছি এটা আমাদের জন্য অনেক অনন্দের।
সাইক গ্রুপের হেড অব জব প্লেসমেন্ট মামুনুর রশিদ জানান, আমরা ২০০ জনকে প্রাথমিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি প্রদান করছি। এছাড়া আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জাপানে কাজ করার সুযোগ লাভ করবে। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্রতিষ্ঠানটির ট্রেনিং কো-অর্ডিনেটর সেখ সালেহ আহমেদ জানান, দেশের বাইরে দক্ষ জনশক্তি রপ্তানির জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় আমাদের বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ও স্কলারশীপের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে সহজে চাকুরি লাভ করতে পারে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply