এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে লবনছড়া বাঁশ মহালের ৪ একর জায়গার বাঁশ কাটার অভিযোগ পাওয়া গেছে। ১৬ নভেম্বর সোমবার বাঁশ কাটার সময় স্টেপ (২৫) নামক এক খাসিয়া যুবককে হাতেনাতে আটক করেছে বনবিভাগ। এঘটনায় আদালতে মামলা ( নং সিআর ৭৭/২০ তাং ১৬/১১/২০) হয়েছে।
বনবিভাগ সুত্রে জানা যায়, নলডরী বিটের আওতাধীন লবনছড়া বাঁশমহালে সোমবার ভোরে ২৫-৩০ জন খাসিয়া মিলে বাঁশ কাটার খবর পেয়ে বনবিভাগ অভিযান চালায়। টের পেয়ে খাসিয়ারা পালিয়ে যেতে সক্ষম হলেও নুন ছড়া পানপুঞ্জির করডর খাসিয়ার ছেলে স্টেপ খাসিয়াকে আটক করতে সক্ষম হয় বনবিভাগ। খাসিয়ার ৪ একর বাঁশমহালে বাঁশ কেটে সাবাড় করে বলে বনবিভাগ জানায়।
নলডরি বিটের বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার জানান, সকালে খবর পেয়ে লবনছড়া বাঁশ মহালে অভিযান পরিচালনা করি। এসময় খাসিয়ারা পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হন। আদালতে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply