এইবেলা, কুলাউড়া ::
সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মরহুম আব্দুল জব্বারের ৭৫তম জন্মজয়ন্তী ১৭ নভেম্বর মঙ্গলবার। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।
মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁর বাণীতে বলেন, মরহুম আব্দুল জব্বার ছিলেন একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও অনন্য ব্যক্তিত্বের অধিকারী। তিনি কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি ১৯৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয়-দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন ও ৭১’র মহান যুক্তযুদ্ধের সংগঠক ও রণাঙ্গণের যোদ্ধা, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এছাড়া বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, কেন্দ্রেীয় কমিটি, ঘাতক দালাল নির্মূল কমিটি ও রেডক্রিসেন্ট সোসাইটির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এবছর মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, জাতির পিতার স্নেহধন্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরিবারের বেশির ভাগ সদস্যের সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয়। আব্দুল জব্বার ১৭ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার আয়োজন করেন। এজন্য তাঁকে কারাবরণ ও অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছিল।
অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আব্দুল জব্বারের সঙ্গে মাটি অবহেলিত মানুষের সর্ম্পক ছিল অত্যন্ত নিবিড়। তাঁর ব্যক্তিত্ব, প্রজ্ঞা, সততা, দলের প্রতি আনুগত্য, কর্মী-বান্ধবতা ও দেশপ্রেম সকলকে অনুপ্রাণিত করে।
বর্ষীয়ান রাজনীতিবিদ এবং একুশে পদক প্রাপ্ত মরহুম আব্দুল জব্বারের ৭৫তম জম্মজয়ন্তীতে আব্দুল জব্বার ফাউন্ডেশন জম্মজয়ন্তী উৎসবের আয়োজন করেছে। এ উপলক্ষে ১৭ নভেম্বর মঙ্গবার বিকাল ৪ ঘটিকায় কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধ প্রাঙ্গনে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply