এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলায় কর্মরত হেলথ অ্যাসিটেন্টরা ২৬ নভেম্বর বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছে। বেতন বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করেন।
কর্মবিরতি পালনকালে বক্তব্য দেন দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আব্দুল আউয়াল, যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান, মো. নাজমুল হক মুকুল ও মো, লুৎফুর রহমান, সদস্য সৈয়দা আলেয়া বেগম, সিরাজ মিয়া, আছমা বেগম, প্রদীপ কুমার সিংহ, কোকিল মালাকার, পারভেজ আহমদ, আব্দুর রব, জিসান তারেক, অভিনাশ দাস, জাহাঙ্গীর আলম, নুপুর ধর, রবিউল করিম, জাকিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেণ, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এবং গত ২০ ফেব্রুয়ারি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের লিখিত সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান। ২৬ নভেম্বর থেকে ইপিআইসহ যাবতীয় কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু। #
Leave a Reply