কুলাউড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর থানায় ৩ জিডি! কুলাউড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর থানায় ৩ জিডি! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার কুলাউড়ায় এইচপিভি টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করেছে ৩টি প্রতিষ্ঠান ৩ মাস থেকে ১২ চা বাগানের শ্রমিকদের রেশন-বেতন বন্ধ কুলাউড়ার নবারুন আদর্শ বিদ্যাপীটের সভাপতির প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান কমলগঞ্জে অনুষ্ঠিত হলো খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ

কুলাউড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর থানায় ৩ জিডি!

  • বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়ায় ২ মেয়েকে নিয়ে লাপাত্তা এক গৃহবধু। অসহায় স্বামী এঘটনায় কুলাউড়া থানায় সাধারণ ডায়রি করেছেন। ইতিপূর্বেও একবার একইভাবে নিরুদ্দেশ হয়েছিলেন গৃহবধু। তার স্বামী কুলাউড়া থানায় স্ত্রীর বিরুদ্ধে ৩টি সাধারণ ডায়রি করেছেন।

থানায় দায়েরকৃত সাধারণ ডায়রি থেকে জানা যায়, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ইসমাইল হোসেন সবুজের স্ত্রী শাহিনা আক্তার (৩৪) গত ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে ডাক্তার দেখানোর কথা বলে কুলাউড়া শহরে আসেন। পরে আর বাড়িতে ফিরে যাননি । তার ব্যবহৃত মোবাইল সীমটিও বন্ধ রয়েছে। সাথে দুই মেয়ে জাহানারা আক্তার মীম (১২), ফাতেমা আক্তার মৌ (৯) ছিলো। শাহিনা আক্তারের স্বামী ইসমাইল হোসেন সবুজ এ ঘটনায় কুলাউড়া থানায় জিডি (নং ৮০৯ তাং ২০/০১/২১) করেন।

সাধারণ ডায়েরিতে স্বামী ইসমাইল হোসেন সবুজ আরও অভিযোগ করেন, গত বছরের ২ মার্চ একইভাবে এক মেয়েকে নিয়ে লাপাত্তা হয়েছিলেন। ৩ মাস পর নিজে নিজে বাড়ীতে ফিরে আসেন। লাপাত্তা হওয়ার ৩ মাস পর ফিরে এসে আমার স্ত্রী পূনরায় ঝগড়া বিবাদ ও পারিবারিক অশান্তির সৃষ্টি করে। তিনি পরিবারের কারও কথাবার্তা শুনেন না। নিজের খেয়াল খুশিমতো চলেন। নিখোঁজ হওয়ার পর কুলাউড়া থানা জিডি (নং ২০১ তাং ০৪/০৩/২০) করি।

এছাড়া গত ১০ জানুয়ারি শাহিনা আক্তার ৯৯৯ এ কল করে থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ সাথে সাথে বাড়িতে গিয়ে অভিযোগের কোন সত্যতা পায়নি। ফলে বাধ্য হয়ে স্বামী সবুজ স্ত্রীর শাহিনার বিরুদ্ধে জিডি (নং ৪৩৬ তাং ১১/০১/২১) দাঢের করেন।

ইসমাইল হোসেন সবুজ জানান, তিনি স্ত্রীর অমানষিক নির্যাতনে অতিষ্ট। কেবল সন্তানের মায়ায় স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে হচ্ছে।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, প্রায় সময় এভাবে মহিলা চলে যায়। তারপরও বিষয়টা নিয়ে তদন্ত চলছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews