এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার বিআরডিবি আওতায় অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ মাধ্যমে শরিফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামে ইসরাইল মেম্বারের বাড়ীর পাশ হতে পশ্চিম মুখী পাকা রাস্তার দিক ২০০ ফুট ইট সোলিংয়ের কাজ সম্পন্ন।
কাজের চেক ০১ ফেব্রুয়ারি সমবার বিআরডিবির আফিস কক্ষে থেকে প্রদান করা হয়। এসময় উপস্হিত ছিলেন বি আর ডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলুর পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন।
উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা। হিসাব রক্ষক মিন্টু দাশ। পরিচালক সোয়াব আলী, ইন্তাজ আলী, সৈয়দ সিদ্দেকুর রহমান, মহিলা পরিচালক মিনারা বেগম,মমতা বেগম।#
Leave a Reply