নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ::
প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁর আত্রাই থানা পুলিশের উদ্যোগে উপজেলার প্রতিটি হাট-বাজার, জনসমাগম হয় এমন স্থানে সর্বসাধারণের মাস্ক ব্যবহারে জনসচেতনতা মূলক প্রচারণাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন হাটে-বাজারে সামাজিক দুরুত্ব বজায় রেখে কেনাকাটা ও মাস্কের সঠিক ব্যবহার সম্পর্কে ক্রেতা-বিক্রেতা এবং সংশ্লিষ্ট সকলের সাথে সচেতনতা ও প্রচারণা করেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ, তদন্ত (ওসি) মোজাম্মেল হক, এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই প্রদীপ কুমার, এস আই হাইদার আলী, সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, সাংবাদিক নাজমুল হক নাহিদসহ হাটমালিক ও ক্রেতা-বিক্রেতাগণ।
এ সময় ওসি আবুল কালাম আজাদ সর্বসাধারণের মাস্ক ব্যবহারে সঠিক নিয়ম মেনে চলার জন্য আহবান জানান। সেই সাথে সামাজিক দূরুত্ব বজায় রেখে কেনাকাটা করতে পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন হাট-বাজারে জনসচেতনার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।#
Leave a Reply