কুলাউড়ায় এক ঘন্টা দেরিতে কেন্দ্রে প্রবেশ ৪ শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া হয়নি কুলাউড়ায় এক ঘন্টা দেরিতে কেন্দ্রে প্রবেশ ৪ শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া হয়নি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
 স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন বড়লেখার খলাগাও বাজারে বিট পুলিশিং কমিটির সভা মায়ের সংবাদ সম্মেলন- কুলাউড়ায় প্রবাসীকে একের পর এক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে আত্রাইয়ে মহাসড়কে ঝরল এক এনজিও কর্মীর প্রাণ উপজেলা পরিষদ নির্বাচন আত্রাইয়ে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কুলাউড়ায় দুই নেত্রীর লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি? প্রকপ্ল পরিদর্শণে কুলাউড়ায় ইউনিসেফ ওয়াশ ন্যাশনাল কনসালটেন্ট কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ি সাইদুল ইসলামের মতবিনিময়

কুলাউড়ায় এক ঘন্টা দেরিতে কেন্দ্রে প্রবেশ ৪ শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া হয়নি

  • রবিবার, ৩ মার্চ, ২০২৪

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়  কেন্দ্রে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের চারজন শিক্ষার্থী পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পর আসায় কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা হলো-উপজেলার কাদিপুর ইউনিয়নেরউত্তর কৌলা গ্রামের অজিত দেবের মেয়ে শ্রাবণী দেব, ফটিক দেবের মেয়ে আখি দেব পূর্ণিমা, নির্মল দেবের মেয়ে বৈশাখী দেব, বিমল দেবের মেয়ে অর্ণা দেব। তারা প্রত্যকেই নবীন উচ্চ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৩ শিক্ষাবর্ষে চার শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হলো না। ছোট্টভুলের কারণে শিক্ষাজীবন থেকে একটি বছর তাদের নষ্ট হয়ে গেল।

শিক্ষার্থী শ্রাবণী দেব রবিবার সন্ধ্যায় মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, রবিবার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৭ নম্বর কক্ষে আমাদের ইতিহাস বিষয়ের পরীক্ষা ছিল। কিন্তু পথিমধ্যে কৌলা ব্র্যাক অফিসের সামনে সিএনজি অটোরিকশা নষ্ট হওয়ায় আমরা সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারিনি। এক ঘন্টা পর সকাল ১১টায় কেন্দ্রে প্রবেশ করলেও কেন্দ্র প্রধান মতিন স্যার আমাদের পরীক্ষার হাজিরা শিটে স্বাক্ষর পর্যন্তনেননি। দেরি হয়েছে বলে তিনি আমাদের কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। যদি আমাদের পরীক্ষার সুযোগ দেয়া হতো তাহলে বাকিসময়ে আমরা পাশ মার্ক তুলতে পারতাম।

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন বলেন, আমি কুলাউড়ার বাইরে আছি। পরীক্ষা শেষ হবার আধা ঘন্টা পর কেন্দ্র প্রধান বিষয়টি আমাকে জানান।

কেন্দ্র প্রধান ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন বলেন, ওই চার শিক্ষার্থী এক ঘন্টা ২৬ মিনিট পর পরীক্ষা কেন্দ্রে আসে। নির্ধারিত সময়ের প্রথম ৩০ মিনিটের মধ্যে তাদের নৈব্যক্তিক পরীক্ষা শেষ। বিধি মোতাবেক দেরি করে আসার কারণে তাদের পরীক্ষা দেবার সুযোগ
ছিলনা। তবে বাকি বিষয়ের পরীক্ষাগুলো তারা দিতে পারবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এটাই নিয়ম। ইতিহাস বিষয়ের এমসিকিউ পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন ওই চার
শিক্ষার্থী দেরিতে আসায় তাদের পরীক্ষা দেয়ার কোন সুযোগ ছিল না। তারপরও বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews