বড়লেখায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার বড়লেখায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :

বড়লেখায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার

  • সোমবার, ১৩ জুলাই, ২০২০

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকা থেকে র‌্যাবের সদস্যরা ৪ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে। তার নাম সুমন আহমদ (৩০)। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পৌরসভার বারইগ্রামের মৃত আকলাস আলীর ছেলে। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে বড়লেখা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে বড়লেখা পৌর শহরের হাটবন্দ এলকায় অবস্থান করছেন। এরপর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নাহিদ হাসান এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে সুমন আহমদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সুমন আহমদ বড়লেখায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে বড়লেখা থানায় একটি মামলা করেছে। শনিবার তাকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব-৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সহকারী পুলিশ সুপার ওবাইন, ‘বড়লেখায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সৃমনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।’#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews