আসন্ন ঈদুল আজহায়ও থাকছে ড. মাহফুজুর রহমানের মৌলিক গান আসন্ন ঈদুল আজহায়ও থাকছে ড. মাহফুজুর রহমানের মৌলিক গান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জামিন পেলেন বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাদির কমলগঞ্জে অবৈধভাবে উত্তোলিত ১ লক্ষ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়ে বিরোধের নিষ্পত্তি আত্রাইয়ে পুকুর থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা প্রধান উপদেষ্ঠার ত্রাণ তহবিলে ছাত্র আন্দোলন সমর্থক গোষ্ঠী দাসের বাজারের অর্থ প্রদান মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান কমলগঞ্জে বন্যাদূর্গতদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াতের একাধিক কর্মী সমাবেশ

আসন্ন ঈদুল আজহায়ও থাকছে ড. মাহফুজুর রহমানের মৌলিক গান

  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

এইবেলা, অনলাইন বিনোদন ডেস্ক :: আসন্ন ঈদুল আজহায়ও এটিএন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান দর্শকদের গান গেয়ে মাতাবেন একক সংগীতানুষ্ঠানে। গত কয়েক বছর থেকে  টেলিভিশন, বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ; তাকে এখন নিয়মিতই গাইতে দেখা যায়। বিশেষ করে বছরের দুই ঈদে তার গান নিয়ে প্রচার হয় একক সংগীতানুষ্ঠান। বিগত বছরগুলোর মতো এবারও প্রেম, করোনা, যাপিত জীবনের নানা বিষয় নিয়ে বেশকিছু মৌলিক গান পরিবেশন করবেন ড. মাহফুজুর রহমান।

এবারের ঈদুল আজহার দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় তার নাম ঠিক না হওয়া একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে বলে জানা গেছে। আরো জানাযায়, দু-একদিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত জানাবে এটিএন বাংলা কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে তার অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা ব্যক্ত করেছে। করোনাভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানটির শুটিং হয়েছে স্টুডিওতে। তবে গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্যে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।

মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এছাড়া ২০১৮ ও ২০১৯ সালের দুই ঈদেও মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়।

সর্বশেষ গত রোজার ঈদে ‘হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের অনুষ্ঠানে গান করেন ড. মাহফুজুর রহমান।

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews