বড় ভাইয়ের সম্পত্তিতে ছোট ভাই থাবা! বড় ভাইয়ের সম্পত্তিতে ছোট ভাই থাবা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পৌষ সংক্রান্তি উদযাপন উপলক্ষে বেলিরাস অনুষ্ঠিত আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহি সীতাতলার মেলা শুরু কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- বড়লেখায় নবাগত ইউএইচ এন্ড এফপিও ডা. ফেরদৌস আক্তারের যোগদান কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত সিলেট জুড়ে চালের বাজারে অস্থিরতা বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা বড়লেখায় রেলপথ পুনঃস্থাপন কাজে রাস্তা নিশ্চিহ্ন এলাকাবাসির মানববন্ধন জেলবন্দিদের মুক্তি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূর্ণবহালের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন  সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ

বড় ভাইয়ের সম্পত্তিতে ছোট ভাই থাবা!

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
প্রতীকি ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরে বড় ভাইয়ের ফ্লাট দখলের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বড় ভাই মীর দেলোয়র হোসেন বাদী হয়ে ডিএমপি’র সূত্রাপুর থাকায় একটি লিখিত (জিডি নং ৬৪৫, তারিখ ১৩-০৭-২০২০) অভিযোগ দায়ের করেছেন।

মীর দেলোয়ার হোসেনের দায়ের করা অভিযোগ ও সরেজিমেন জানা যায়, সূত্রাপুরে ৩/১৩, প্রতাপ দাব লেনে বাড়িটি মীর দেলোয়ার হোসেনদের পৈত্রিক সম্পত্তি। বাবা-মা মারা যাওয়ার পরে উক্ত বাড়ীর কিছু অংশ সকল ভাই-বোন ও তাদের ওয়ারিশগণ এজমালীতে ভোগ দখল করছেন এবং বাড়ির কিছু অংশ দেলোয়রা ও তার তৃতীয় ভাই সৈয়দ মঞ্জুর হোসেন অন্যান্য ওয়ারিশদও নিকট হইতে একক ও যৌথভাবে ক্রয় করেন। এরমধ্যে ২০০৬ ইং সালে সৈয়দ মঞ্জুর হোসেনের কাছে তাদের ছোট ভাই সৈয়দ শাহ নেওয়াজ হোসেন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩/১৩ প্রতাপ দাস লেনের জমির অংশের মালিকানা বিক্রয় করে। যাহার নতুন হোল্ডিং নং ৩/১৩ প্রতাপ দাস লেন। পরে ২০১৬ ইং সালে দেলোয়ার ও মঞ্জুর হোসেন নিকট তাদের দ্বিতীয় ভাই সৈয়দ বেলায়েত হোসেন এবং এক বোনের ওয়ারিশগণ তাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩/১৩ প্রতাপ দাস লেনের জমির অংশের মালিকানা বিক্রয় করেন। যাহার নতুন হোল্ডিং নং ৩/১৩/বি প্রতাপ দাস লেন। ফলে সৈয়দ শাহ নেওয়াজ হোসেন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির অংশ বিক্রয় করার কারণে তাদের আর কোনো কোনো মালিকানা নেই। এদিকে দোলোয়ার ও মঞ্জুর ৩/১৩/এ ও ৩/১৩/বি হোল্ডিংয়ের আলাদা নামজারী করে ভূমি অফিসে ও সিটি কর্পোরেশনে খাজনাদি পরিশোধ করে ভোগ দখল করছেন। অপরদিকে সৈয়দ শাহ নেওয়াজ হোসেনের কোনো মালিকানাই বিদ্যমান নেই এবং ভবিষ্যতেও তাহার কোনো ওয়ারিশ মালিকানা দাবী করতে পারবে না বা করিলেও তাহা সর্বাদালতে অগ্রাহ্য ও বাতিল হবে মর্মে গত ২০১৭ সালে একটি ‘না-দাবীনামা দলিল’ সম্পাদন করে দেন।

এদিকে শাহ নেওয়াজ কাউকে কিছু না জানিয়ে চলতি বছরের ৫ জুলাই দুপুর দেড়টার দিকে তার স্ত্রী নার্গিষ আক্তার ও ছেলে সৈয়দ ইকার হোসেনসহ বহিরাগত সন্ত্রাসী মহিলা ও পুরুষসহ ৭/৮জন উক্ত হোল্ডিংস্থ ভবনের ৩য় তলায় ফ্লাটটিতে ভাড়াটিয়া থাকাবস্থায় ঐ সময় ভাড়াটিয়াদের অনুপস্থিতিতে মূল দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে দখলে করে নেন এবং ভবনটির অন্য একটি ফ্লাট নিজের বলে দাবি করছেন। দেলোয়ার হোসেন তাকে বাঁধা দিলে উল্টো হুমকি দেয়া হয়। অন্যদিকে সৈয়দ মঞ্জুর হোসেন বর্তমানে স্বপরিবারে আমেরিকায় বসবাস করছেন। ঘটনা শুনার পর বৈশি^ক মহামারী করোনার কারনে আমেরিকা থেকে দেশে আসতে পারছেন না। এমতাবস্থায় শাহ নেওয়াজ বাসার অন্য ভাড়াটিয়াদের সরিয়ে পুরো বাসাটি দখলে নিয়ে নিতে পারে বলে আশংকা করছেন মীর দোলোয়র হোসেন ও মঞ্জুর হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews