শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: সিলেট এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জে নারীর ওপর পৈশাচিক কায়দায় নির্যাতনসহ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে “খেদমতে কুরআন পরিষদ” এর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি হাফেজ মুহাম্মাদ আব্দুল্লাহ চৌধুরী জুমনের সভাপতিত্বে ও দারুল আজহার ইনস্টিটিউট প্রিন্সিপাল মাওলানা আহমদ সোহাইলের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহইয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আয়েত আলী, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন, আশিদ্রোন জামিউল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মালিক, শ্রীমঙ্গল ইকরা স্কুল ও মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আযাদ আবুল কালাম, আল আমিন মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কাশেম, খেদমতে কুরআন পরিষদ এর সহসাধারণ সম্পাদক ইসমাইল হুসেন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহাদত হোসাইন খান, মাওলানা আজিজুল হক ইমরান, বাইতুল আমান জামে মনজিদের ছানী ইমাম হাফেজ মাওলানা আবু মুসা, হাফেজ মাওলানা আজিজুর রহমান, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহসাধারণ সম্পাদক মুস্তাকিম আল মুন্তাজ, খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, তরুণ ব্যবসায়ী ইউনুস মিয়া, শয়েব আহমদ, খালিদ সাইফুল্লাহ, মাসুদ রানা সুলেমান খানসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ।
বক্তারা দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ধর্ষণ প্রতিরোধে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করেন।
Leave a Reply