এইবেলা, শ্রীমঙ্গল ::
শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনে তেলবোঝাই ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
০৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে তেলবোঝাই ট্রেনটিরচারটি বগি সাতগাঁও স্টেশনে লাইনচ্যুত হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকাল সাড়ে এগারোটার দিকে তেলবোঝাই ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় সাতগাঁও স্টেশনে লাইনচ্যুত হয়। ট্রেনটির তিনটি বগি লাইন থেকে সম্পূর্ণভাবে পড়ে যায় এবং একটি বগি একপাশে হেলে পড়ে।
দুর্ঘটনার কারণে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে। উদ্ধারকারী ট্রেন আসার পর যোগাযোগ স্বাভাবিক হবে#
Leave a Reply