বড়লেখায় টিলাকাটায় ভুমি মালিককে পরিবেশ অধিদপ্তরের শোকজ বড়লেখায় টিলাকাটায় ভুমি মালিককে পরিবেশ অধিদপ্তরের শোকজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :

বড়লেখায় টিলাকাটায় ভুমি মালিককে পরিবেশ অধিদপ্তরের শোকজ

  • শনিবার, ২১ নভেম্বর, ২০২০

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় প্রাকৃতিক টিলা কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় ফখরুল ইসলাম নামক ভুমি মালিককে শোকজ করেছে পরিবেশ অধিদপ্তর। তাকে ২৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুনানীতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই প্রাকৃতিক টিলা কেটে পাকাঘর নির্মাণ করছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বন্যপ্রাণী হত্যা সংক্রান্ত একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে ফেরার পথে পাহাড়-টিলা কাটার এ করুণ চিত্রটি অবলোকন করেন। ঘটনাস্থল থেকেই তিনি মুঠোফোনে পরিবেশ বিনষ্টকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালককে অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বদরুল হুদা সরেজমিনে পরিদর্শন করে টিলা কেটে ভুমির প্রাকৃতিক বৈশিষ্ট পরিবর্তনসহ পরিবেশের ব্যাপক ক্ষতি সাধনের সত্যতা পান।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বদরুল হুদা জানান, প্রাকৃতিক টিলা কেটে পরিবেশ সংরক্ষন আইন লঙ্ঘন করা হয়েছে। এজন্য কর্তনকারীকে শোকজ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিতব্য শুনানীতে ফখরুল ইসলাম নামক টিলা কর্তনকারী ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews