বড়লেখায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বড়লেখায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৫:৪০ পূর্বাহ্ন

বড়লেখায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • মঙ্গলবার, ২৫ মে, ২০২১

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মঙ্গলবার দুপুরে মতবিনিময় সভা করেছেন বড়লেখার নবাগত ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নবাগত ইউএনও সরকারী দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

নবাগত ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী ২০ মে আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) উপ-পরিচালক পদে পদায়ন হয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি অ্যাডভোকেট গোপাল দত্ত, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস।

এসময় আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, সংগ্রামর প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, ডেইলি সানের জালাল আহমদ, একাত্তর টিভির এ.জে লাভলু, যায়যায়দিনের সুলতান আহমদ খলিল, সকালের সময়ের ময়নুল ইসলাম, খোলা কাগজের রিপন দাস, সোনালী খবরের মস্তুফা উদ্দিন ও ফ্রিল্যান্সার তাওহিদ সারওয়ার মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews