দেশে করোনা মহামারিতে রূপ নিচ্ছে মৃত্যু ১৪ হাজার ছাড়ালো দেশে করোনা মহামারিতে রূপ নিচ্ছে মৃত্যু ১৪ হাজার ছাড়ালো – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২১ মে ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান-২ আনু মিয়াকে দায়িত্ব প্রদানে ৮ সদস্যের সুপারিশ বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের মধ্যে মৎস্যখাদ্য বিতরণ বড়লেখায় জামিন নিয়েই বাদির ভাইকে হত্যার চেষ্টা : থানায় অভিযোগ প্রায় ১৫ বছর জায়গা ফিরে পেলো দিলদারপুর চা-বাগান বড়লেখায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন দূর্ভোগের আরেক নাম কুলাউড়ার রবিরবাজার- মুরইছড়া সড়ক কুলাউড়ায় জমি জবরদখলের অপরাধে ২ জবরদখলকারীকে ৭ দিনের জেল কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী জয় পুলিশের খাঁচায় বিমানবন্দর থেকে নুসরাত ফারিহা গ্রেফতার

দেশে করোনা মহামারিতে রূপ নিচ্ছে মৃত্যু ১৪ হাজার ছাড়ালো

  • শনিবার, ২৬ জুন, ২০২১

এইবেলা ডেস্ক ::

দেশে করোনাভাইরাস মহামারি ভয়াবহ রূপ নিচ্ছে। সীমান্ত এলাকায় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বাড়ছে শনাক্ত ও মৃত্যু। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, সাতক্ষীরাসহ সীমান্ত জেলায় বাড়ছে নতুন রোগী।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৩ জনের।

সংক্রমণের বিস্তার রোধে আগামী সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণার মধ্যেই ২৬ জুন দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৪ হাজার অতিক্রম করে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

আড়াই মাস পর গত বছরের ১০ জুন মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ায়। এরপর ৫ জুলাই ২ হাজার, ২৮ জুলাই ৩ হাজার, ২৫ আগস্ট ৪ হাজার, ২২ সেপ্টেম্বর ৫ হাজার ছাড়ায় মৃতের সংখ্যা। এরপর কমে আসে দৈনিক মৃত্যু। ৪ নভেম্বর ৬ হাজার, ১২ ডিসেম্বর ৭ হাজারের ঘর ছাড়ায় মৃত্যুর সংখ্যা।

এ বছরের ২৩ জানুয়ারি ৮ হাজার এবং ৩১ মার্চ মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়ায়। সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর ১৫ দিনেই এক হাজার কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটে, ১৫ এপ্রিল মৃতের মোট সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে যায় ২৫ এপ্রিল।

এর ১৬ দিন পর ১১ মে করোনাভাইরাসে মৃত্যু ১২ হাজার ছাড়িয়ে যায়। তার সঙ্গে আরও এক হাজার নাম যুক্ত হতে সময় লাগে ১ মাস।

শুক্রবার (২৫ জুন) দেশে করোনায় রেকর্ড ১০৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এছাড়া আরও ৫ হাজার ৮৬৯ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews