বড়লেখায় প্রাক্তন শিক্ষক আব্দুল হামিদের ইন্তেকাল : শোক প্রকাশ বড়লেখায় প্রাক্তন শিক্ষক আব্দুল হামিদের ইন্তেকাল : শোক প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন

বড়লেখায় প্রাক্তন শিক্ষক আব্দুল হামিদের ইন্তেকাল : শোক প্রকাশ

  • মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক ও অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার দক্ষিণ কাঠালতলী গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি–রাজিউন)।

তিনি বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার বাদ জোহর স্থানীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে গ্রামের সার্বজনিন গোরস্থানে তাকে দাফন করা হয়। আব্দুল হামিদ দৈনিক জালালাবাদ পত্রিকার ফেঞ্চুগঞ্জ উপজেলা সংবাদ দাতা আব্দুল্লাহ আল নোমানের মামা।

এদিকে প্রাক্তন শিক্ষক ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান প্রধান জহির আলী, বর্তমান প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, এজে লাভলু প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews