করোনার কাছে হেরে গেলেন বড়লেখা ইউএনও’র স্ত্রী : শোক প্রকাশ করোনার কাছে হেরে গেলেন বড়লেখা ইউএনও’র স্ত্রী : শোক প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
চোর সন্দেহে বুদ্ধি প্রতিবন্ধী যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে রক্তাক্ত কুলাউড়ার মুরইছড়া সীমান্ত ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত : আটক ৪৪ ফেসবুকে অশ্লীল পোষ্ট- বড়লেখায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা কুড়িগ্রামে আ’লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ  আত্রাইয়ে কলেজের শ্রেণীকক্ষের টিনের ছাউনিতে পলিথিন দিয়ে চলছে পাঠদান হলোখানায় বাড়ির পাশেই মিললো ৯ম শ্রেণির স্কুলছাত্রীর লাশ কমলগঞ্জে বিকাশ প্রতারক চক্রের সদস্য জনতার হাতে আটক ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন থেকে বড়লেখা ভূমি অফিসে খতিয়ান জালিয়াতি : প্রধান সহকারিসহ ৪ জন গেলেন জেলে

করোনার কাছে হেরে গেলেন বড়লেখা ইউএনও’র স্ত্রী : শোক প্রকাশ

  • বুধবার, ১৪ জুলাই, ২০২১

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সহধর্মীনি অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা (৩৪) করোনার সাথে যুদ্ধে হেরে চলে গেলেন না ফেরার দেশে। বুধবার ভোরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সকাল ৬টায় স্ত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। তখনই বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। বিকেলে মরহুমার বাবার বাড়ি সুনামগঞ্জে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে।

অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম গোলাম রব্বানী এবং সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট শাহানা রব্বানীর মেয়ে।

পারিবারিক সুত্রে জানা গেছে, সন্তান সম্ভবা অ্যাডভোকেট রেহনুমা ভাষার করোনা পজিটিভ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় গত ৭ জুলাই তাকে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি করা হয়। ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বুধবার ভোরে তিনি ইন্তেকাল করেন।

প্রেসক্লাবের শোক : বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সহধর্মীনি হাইকোর্টের আইনজীবি কানিজ রেহনুমা ভাষার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বড়লেখা প্রেসক্লাব। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালের কন্ঠ প্রতিনিধি লিটন শরীফ, সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাংবাদিক মিজানুর রহমান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, আদিব মজিদ, এজে লাভলু।

এছাড়াও মরহুমার রুহের মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, রাহেনা বেগম হাসনা, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাওলাদার আজিজুল ইসলাম, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews