বড়লেখায় লকডাউন অমান্য করায় ১১ জনকে জরিমানা বড়লেখায় লকডাউন অমান্য করায় ১১ জনকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

বড়লেখায় লকডাউন অমান্য করায় ১১ জনকে জরিমানা

  • সোমবার, ২৬ জুলাই, ২০২১

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় করোনা সংক্রমণ রোধে জারিকৃত কঠোর লকডাউন অমান্য করে অকারণে ঘর থেকে বের হওয়া ও মোটরসাইকেলে হেলমেট ব্যবহার না করায় ১১ জনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় বড়লেখা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়লেখা পৌরশহর, দাসেরবাজার ও ফকিরবাজারে অভিযান চালানো হয়। এসময় অকারণে ঘর থেকে বের হওয়া, মোটরসাইকেলে হেলমেট ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১১ জনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews