জুড়ীতে বোনের জায়গা আত্মসাতে হীন মানসিকতা! জুড়ীতে বোনের জায়গা আত্মসাতে হীন মানসিকতা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে আত্রাইয়ে মহাসড়কে ঝরল এক এনজিও কর্মীর প্রাণ উপজেলা পরিষদ নির্বাচন আত্রাইয়ে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কুলাউড়ায় দুই নেত্রীর লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি? প্রকপ্ল পরিদর্শণে কুলাউড়ায় ইউনিসেফ ওয়াশ ন্যাশনাল কনসালটেন্ট কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ি সাইদুল ইসলামের মতবিনিময় জুড়ীতে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা

জুড়ীতে বোনের জায়গা আত্মসাতে হীন মানসিকতা!

  • বুধবার, ৪ আগস্ট, ২০২১

জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ীতে বোনের জায়গা আত্মসাৎ করার হীনমানসে ভাগ্নির ঘর ভেঙ্গে দিলেন মামা হারিছ মিয়া। ভাগ্নি সুলতানা বেগম অবুঝ ২ মেয়ে শিশু নিয়ে খোলা আকাশের নিচে বাস করছেন। ঘটনাটি গত ৩১ জুলাই শনিবার উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামে ঘটেছে।

সুলতানা বেগমের অভিযোগ- শাহপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ২ ছেলে হারিছ মিয়া ও তাহির মিয়া এবং এক মেয়ে আমার মা সোনাবান বিবি। বাড়িতে মন্তাজ আলীর ৬ শতাংশ জমির মধ্যে আমার মা ১.২০ শতাংশের মালিক। এই জমিতে মামা হারিছ আলীর বানানো ঢালাই দেয়া ঘরে টিনের বেড়া দিয়ে আমি আমার স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করছি। এরই মধ্যে আমার অন্য নানাদের বিক্রি করা জায়গা আমার মা ও মামারা ক্রয় করেন। যেখানে আমার মা ক্রয় সূত্রে ১০ শতাংশ জমির মালিক, আমার মা সোনাবান বিবির নামে যার মাঠ পর্চা রয়েছে। কিন্তু সম্প্রতি আমার মামা হারিছ মিয়া উক্ত জমি আত্মসাৎ করার লক্ষ্যে মিথ্যা নাটক সাজাচ্ছেন।

আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার জন্য আমার ঘরের বেড়া ভেঙ্গে বিছানাপত্র ও যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে জমিতে ফেলে দেন এবং খড় দিয়ে ঘর দখল করে নেন। আমার স্বামী ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমি দুই বাচ্চা নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। সুলতানা বেগম তার মায়ের ১১.২০ শতক জায়গা পাওয়াসহ ন্যায় বিচার দাবি করেন।

অভিযুক্ত হারিছ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন- আমার বোন সোনাবানের ১.২০ শতাংশ জমি আমি দিতে বাধ্য। কিন্তু তিনি আমার অজান্তে আমার ১০ শতাংশ জমি তার নামে রেকর্ড করে নিয়েছেন।

সুলতানা বেগমের অভিযোগের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড সদস্য মতছিন আলী, গ্রামের বিশিষ্ট মুরব্বী লালা মিয়া, আইয়বুর রহমান, পাখি মিয়া, জালাল উদ্দিন প্রমুখ বলেন- এ বিষয়ে গ্রামবাসী কয়েকটি বৈঠকে মিলিত হয়ে যে সিদ্ধান্ত নেয়া হয় হারিছ মিয়া কোন সিদ্ধান্তই মানেন না।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews