রোম সিটি নির্বাচনের ৭ প্রার্থী এক মঞ্চে: বাংলাদেশী প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান রোম সিটি নির্বাচনের ৭ প্রার্থী এক মঞ্চে: বাংলাদেশী প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হলেন পাওনাদার কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান-২ আনু মিয়াকে দায়িত্ব প্রদানে ৮ সদস্যের সুপারিশ বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের মধ্যে মৎস্যখাদ্য বিতরণ বড়লেখায় জামিন নিয়েই বাদির ভাইকে হত্যার চেষ্টা : থানায় অভিযোগ প্রায় ১৫ বছর জায়গা ফিরে পেলো দিলদারপুর চা-বাগান বড়লেখায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন দূর্ভোগের আরেক নাম কুলাউড়ার রবিরবাজার- মুরইছড়া সড়ক কুলাউড়ায় জমি জবরদখলের অপরাধে ২ জবরদখলকারীকে ৭ দিনের জেল কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী জয় পুলিশের খাঁচায়

রোম সিটি নির্বাচনের ৭ প্রার্থী এক মঞ্চে: বাংলাদেশী প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান

  • শনিবার, ২ অক্টোবর, ২০২১

 

নাজমুল হোসেন, ইতালি ::

শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন সিটি কর্পোরেশনের অক্টোবরের নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশি ৭ প্রার্থী। রোমে আয়োজিত এক পরিচিতি সভায় এই প্রার্থীরা বাংলাদেশি প্রার্থীদের যোগ্যতা অনুসারে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তারা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান।

সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই পরিচিতি সভায় এক নম্বর মিউনিসিপিওর প্রেসিডেন্ট ও কাউন্সিলর প্রার্থী কেএম লোকমান হোসেন,৫ ও ১২ মিউনিসিপিওর কাউন্সিলর প্রার্থী নারীনেত্রী লায়লা শাহ্,১২ নম্বর মিউনিসিপপিওর কাউন্সিলার প্রার্থী এমডি শহীদুল্লাহ, ১ ও ৩ নম্বর মিউনিসিপিওর কাউন্সিলর প্রার্থী এমডি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর প্রার্থী ওয়াদুদ মিয়া,৫ নম্বর মিউনিসিপিওর কাউন্সিলর প্রার্থী পরিতম সাহা এবং ৭ নম্বর মিউনিসিপিও ও রোম সিটির কাউন্সিলর প্রার্থী সাংবাদিক জুমানা মাহমুদ উপস্থিত ছিলেন। এই প্রার্থী পরিচিতি সভার আয়োজক মিনহাজ হোসেনের সভাপতিত্বে এবং লাবণ্য চৌধুরীর পরিচালনায় এতে কমিউনিটির নেতা শাহ মোঃতাইফুর রহমান ছোটন, বাংলাদেশ সমিতি, ইতালির সভাপতি আফতাব বেপারী, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন রোমান, হাসান মাহমুদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় মিডিয়া কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেহেনাস তাব্বাসুম শেলি, মালিক মন্জুর, জহুরুল হক রাজু সহআরো অনেকেই। পরিচিতি সভায় প্রার্থীরা তাদের দলের কর্মসূচি তুলে ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, আমরা বাংলাদেশকে এই ঐতিহাসিক রোম সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews