বড়লেখায় সরকারি রাস্তার ক্ষতিসাধন করায় ৫০ হাজার টাকা জরিমানা বড়লেখায় সরকারি রাস্তার ক্ষতিসাধন করায় ৫০ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

বড়লেখায় সরকারি রাস্তার ক্ষতিসাধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

  • রবিবার, ৩ অক্টোবর, ২০২১

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় জমি থেকে মাটি কেটে সরকারি রাস্তার ক্ষতিসাধন করার অভিযোগে আব্দুল মফিক উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।

জানা গেছে, সরকারি রাস্তার পাশেই মফিক উদ্দিনের নিজস্ব জমি রয়েছে। সেই জমি থেকে তিনি মাটি কেটে বসত বাড়িতে নিচ্ছিলেন। এতে সরকারি রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ উঠে। খবর পেয়ে রোববার সকালে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি মাটি কাটার সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(১৫) এর ২ ধারায় মফিক উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা পাহাড়-টিলা বা সরকারি জায়গা থেকে মাটি কেটে পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews