কমলগঞ্জের নাজমুল হত্যার ১৩নং আসামি তাহেরের আদালতে আত্মসমর্পণ কমলগঞ্জের নাজমুল হত্যার ১৩নং আসামি তাহেরের আদালতে আত্মসমর্পণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:২৫ অপরাহ্ন

কমলগঞ্জের নাজমুল হত্যার ১৩নং আসামি তাহেরের আদালতে আত্মসমর্পণ

  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে আলোচিত  ব্যবসায়ী নেতা নাজমুল হাসান (৩৫) হত্যা মামলার ১৩নং এজহারভুক্ত আসামী তাহির আহমদ তারেক (৪০) আদালতে আত্মসমর্পণ করেছে।মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসম্মান করলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। কমলগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহাদেব বাচাড় বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল বুধবার আদালতে মাধ্যমে তাকে রিমান্ড চাওয়া হবে।

এর আগে ৭ নভেম্বর  শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের পাহাড়ি  এলাকায় র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে কমলগঞ্জর আলোচিত ব্যবসায়ী নেতা নাজমুল হত্যার এজহারভুক্ত দুই আসামি নিহত হয়। নিহতরা হলেন, এজাহারভুক্ত ২ নং আসামী তোফায়েল আহমেদ (৩৫) ও ৮নং এজহার ভুক্ত আসামী শহীদ মিয়া (৪০)।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২ টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে নাজমুল হাসান (৩৫) নামে এক ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর সিলেটের একটি হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা ৭ টায় নাজমুল হাসানের মৃত্যু হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews