বড়লেখায় ইউপি নির্বাচনে অনিয়ম ভোট পুনর্গণনা ও গেজেট স্থগিতের আবেদন ৬ সদস্যপ্রার্থীর বড়লেখায় ইউপি নির্বাচনে অনিয়ম ভোট পুনর্গণনা ও গেজেট স্থগিতের আবেদন ৬ সদস্যপ্রার্থীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু বড়লেখায় গণশুনানি : গ্রাহক হয়রানীর দায়ে পল্লীবিদ্যুত আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জকে বদলির নির্দেশ

বড়লেখায় ইউপি নির্বাচনে অনিয়ম ভোট পুনর্গণনা ও গেজেট স্থগিতের আবেদন ৬ সদস্যপ্রার্থীর

  • মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় তৃতীয় ধাপে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের, ভোট পুনর্গণনার ও গেজেট প্রকাশ স্থগিতের দাবীতে ছয় জন পরাজিত ইউপি সদস্যপ্রার্থী প্রধান নির্বাচন কমিশনার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। ভুক্তভোগীরা কমিশনে প্রতিকার না পেলে ট্রাইব্যুনালে মামলায় যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

জানা গেছে, তৃতীয় ধাপে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচন গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী ছলিম উদ্দিন অভিযোগ করেন তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দিন ভোটগ্রহণ চলাকালিন ভাগাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার পোলিং এজেন্ট বদরুল ইসলামকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টরা জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে জালভোট প্রদান করেন। ভোট গণনার সময়ও তার এজেন্টকে থাকতে দেওয়া হয়নি। কেন্দ্রের ভোটের ফলাফল শীটও প্রদান করা হয়নি। ভোট চলাকালিন অনিয়মের বিষয়ে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি)-কে মৌখিক অভিযোগ করলে তিনি প্রতিকারের আশ্বাস দেন। জাল ভোট প্রদান ও গণনার অনিয়মে তাকে পরাজিত করা হয়। এজন্য তিনি ভোট পুনঃগণনা ও গেজেট প্রকাশ স্থগিতের দাবী জানান। নির্বাচন কমিশনে প্রতিকার না পেলে তিনি ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানিয়েছেন।

নিজ বাহাদুরপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী ছলিম উদ্দিন ছাড়াও ভোটগ্রহণ ও গণনায় নানা অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচন ও ভোট পুনর্গণনার দাবীতে লিখিত আবেদন করেছেন নিজ বাহাদুপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যপ্রার্থী নীলা রানী দাস, সুজানগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী মো. সিরাজুল ইসলাম, মো. আলাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী দেলওয়ার হোসেন, তালিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী মো. মামুনুর রশীদ। মামুনুর রশীদ অভিযোগ করেন, তার প্রতীকে সীলমারা ব্যালট বারান্দায় ফেলে দিয়ে ভয়াবহ কারচুপির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানান, পুনরায় নির্বাচন কিংবা ভোট পুনর্গণনার ক্ষমতা তার হাতে নেই। নির্বাচন কমিশিনরে নির্দেশ পেলে ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews