বড়লেখায় চাচার মৃত্যু শোকে ভাতিজিও না ফেরার দেশে বড়লেখায় চাচার মৃত্যু শোকে ভাতিজিও না ফেরার দেশে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র মানববন্ধন আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু

বড়লেখায় চাচার মৃত্যু শোকে ভাতিজিও না ফেরার দেশে

  • রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

এলাকায় শোকের ছায়া

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় চাচার মৃত্যুর শোকে কয়েক মিনিটের মধ্যে কাঁদতে কাঁদতে না ফেরার দেশে ফাঁড়ি জমালেন ভাতিজি সুজন আক্তার (৩০)। হৃদয়¯পর্শী ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঠালতলী গ্রামে। চাচা-ভাতিজির মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া নেমেছে। রোববার বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চাচা-ভাতিজির দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা হানিফ উদ্দিন (৭০) দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার রাত সাড়ে সাতটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান। এদিকে চাচার মৃত্যুর শোক সইতে পারেননি ভাতিজি সুজন আক্তার (৩০)। চাচার মৃত্যুতে কাঁদতে কাঁদতেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে বড়লেখা পৌরশহরের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভাতিজিকে মৃত ঘোষণা করেন। এদিকে চাচা-ভাতিজির মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের নেমে আসে।

মৃত হানিফ উদ্দিনের ছেলে হোসাইন আহমদ জানান, ‘আমার বাবা চাচাতো বোন সুজন আক্তারকে অত্যন্ত স্নেহ করতেন। তারও বাবা নেই। অনেক আগে মারা গেছেন। সেজন্য তিনি বাবার মৃত্যুর শোক সইতে পারেননি। কাঁদতে কাঁদতেই মারা গেছেন।

দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন চাচা-ভাতিজির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে বলেন, হানিফ উদ্দিন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর কয়েক দিনিটের মধ্যে ভাতিজিও কাঁদতে কাঁদতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনাটি হৃদয়স্পর্শী। গোটা এলাকার মানুষের হৃদয় ছুঁয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews