কবি মনিরুজ্জামান বাদলের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন পরিবেশমন্ত্রী কবি মনিরুজ্জামান বাদলের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় কমলগঞ্জে চা শ্রমিক নারীর লাশ সৎকার থেকে উদ্ধার করে ময়নাতদন্তে  স্পেনের বার্সেলোনায় বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার সম্পন্ন বড়লেখা সমাজসেবা অফিসের ‘সমাজকর্মী’ সুব্রত বিশ্বাসের পরলোকগমন : শোক প্রকাশ কুলাউড়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন জুড়ী ট্র্যাজেডি : সোনিয়ার মৃত্যুতে বেঁচে রইলো না আর কেউ কুলাউড়ায় এনার ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি চালিত অটোরিক্সা আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বড়লেখায় স্বাধীনতা দিবসে ২শ’ দুস্থ পরিবারে ইফতার ও খাদ্যসামগ্রী দিল বিজিবি

কবি মনিরুজ্জামান বাদলের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন পরিবেশমন্ত্রী

  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

এইবেলা, ঢাকা ::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কবি মনিরুজ্জামান বাদল লিখিত ‘জীবনের বিভূষা’, ‘জোছনায় বৃষ্টি’ এবং ‘লোহার শিকল’ নামের তিনটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। শুক্রবার একুশে বই মেলার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন চত্বরে বই তিনটির মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বই জ্ঞানের আলো জ্বালায়, সত্য মিথ্যার প্রভেদ বুঝায় এবং কুসংস্কার ও সমাজের অবক্ষয় হতে রক্ষা করে। মন্ত্রী বলেন, মনিরুজ্জামান বাদলের মতো শিক্ষিত লোকদের আরো বেশি করে লিখতে হবে, তবেই দেশের মানুষ উপকৃত হবে। মন্ত্রী বলেন, সুনিপুণ শব্দ ব্যবহারের নিজস্ব ভিন্নতা ও গতিশীল অথচ সহজবোধ্য বর্ণনা এবং অন্তরের শক্তিশালী আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশের কারণে তার কাব্যগ্রন্থগুলো হয়ে ওঠে সুপাঠ্য।

মন্ত্রী বলেন, আজকের অন্যতম মোড়ক উন্মোচিত কাব্য ‘জীবন বিভূষা’য় কবি জীবনকে ঘিরে মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার ছবি একেছেন শিল্পীর দক্ষতায়। প্রেম ভালোবাসার কবিতার সমাহার ‘জোছনার বৃষ্টি’ আনন্দ, বেদনা এবং মনোজগতের জটিল অনুভূতির কাব্য। মানবিক মূল্যবোধ ও ভালোবাসার এই সংকটময় পরিস্থিতিতে কবি মনিরুজ্জামান বাদল সাহসী উচ্চারণে অনিবার্য সত্যকে উন্মোচন করার চেষ্টা করেছেন তার কাব্য ‘লোহার শিকলে’। তিনি বলেন, কাব্যগ্রন্থগুলোতে একজন জাত কবির অপূর্ব দক্ষতায় রূপক ও উপমার শৈল্পিক ব্যবহার পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য, কবি মনিরুজ্জামান বাদলের কাব্যগ্রন্থগুলো প্রকাশ করেছে অয়ন প্রকাশন। গত একুশে মেলায় ‘ঘাসফুলের গয়না’ ও ‘একাত্তর একটি মহাকাব্য’ শিরোনামের দুটি অসাধারণ কাব্যগ্রন্থও প্রকাশ করেছিলো অয়ন প্রকাশন। অনলাইন গ্রন্থ পরিবেশক রকমারি ডট কম থেকেও যে কেউ সংগ্রহ করতে পারবে অনিন্দ সুন্দর প্রচ্ছদের এই বইগুলো।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews