নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে সিলেট-ঢাকা মহাসড়ক ২ ঘন্টা অবরোধ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে সিলেট-ঢাকা মহাসড়ক ২ ঘন্টা অবরোধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে বিনা ধান-২৫ এর পরীক্ষামূলক চাষাবাদে বাম্পার ফলন কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা কুলাউড়া ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন কুড়িগ্রামে সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের   রাজারহাটে বাল্য বিবাহ বন্ধে লোকসংগীত ও পথ নাটক কুলাউড়া পৌরসভার ২য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু নিহত ওসি মোস্তাফিজের স্মৃতিতে নির্মিত গোলঘর ‘প্রেরণা’র উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী এমপি মনু নদীর চাতলাঘাটে আইন অমান্য করে বালু উত্তোলন : বিপর্যস্ত হচ্ছে পরিবেশ

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে সিলেট-ঢাকা মহাসড়ক ২ ঘন্টা অবরোধ

  • সোমবার, ১৮ জুলাই, ২০২২

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসানীনগরে পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মুজিবুর রহমান চৌধুরীর অপসারণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে দুই ঘন্টা ধরে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোব্দ বিদ্যুৎ গ্রাহকরা। রোববার রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার তাজপুর ইউপির খাশিকাপন পল্লী বিদ্যুতের সাবস্টেশন সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে পল্লী বিদ্যুতের গ্রাহকরা। গত দুই ঘন্টা অব্যাহত মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই দিকে প্রায় ১০ কিলো মিটার এলাকা জুরে দুরপাল্লাগামী কয়েক হাজার যানবাহন আটকা পরেছে। রোগীবাহী এ্যাম্বুলেন্স সহ নানা বয়সের হাজার হাজার যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পরেন। এ সময় বিক্ষোব্দ গ্রাহক পল্লী বিদ্যুতের ডিজিএমর বিরুদ্ধে নানা ধরণের শ্লোগান দিয়ে ডিজিএম এর অপসারণ এবং নিরবিচ্ছিন্ন বদি্যুতের দাবী জানান। এক পর্যায়ে ওসমানীনগ থানা পুলিশ এবং স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দরা অবরোধ স্থলে গিয়ে অবরোধকারীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে রাত সোয়া ১১টার দিকে অবরোধ তুলে দেয় বিক্ষোব্দ গ্রাহকরা।

ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া বলেন, বিদ্যুতের জন্য মহাসড়ক অবরোধ করায় দুই দিকে হাজার যানবাহন আটকা পরে। রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ নানা বয়সের মানুষ দুর্ভোগে পরেন। আমাদের এলাকাম মানুষ অত্যান্ত ভাল অবরোধকারীদের অনুরোধ করায় তারা শেস পর্যন্ত অবরোধ তুলে দেন রাসতআয় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আমরা পল্লী বিদ্যুতের ডিজিএমের সাথে বসে বিষয়টি নিয়ে সুরাহার ব্যবস্থা করব।

খাশিকাপন পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, গত শনিবার রাতে আমাদের এখানে সমস্যা ছিলনা। বিশ্বনাথের মেইন লাইনের দুটি তার ছিড়ে যাওয়ায় আমাদের ওখানে বিদ্যুৎ ছিল না। আমরা সর্বাত্বক চেষ্ঠা করছি যাতে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ দেয়ার।

ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের প্রচেষ্টায় অবরোধ তুলে মহাসড়কে যানবাহত চলাচল স্বাভাবিক করা হয়ে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews