সাংবাদিক মিঠুর মোটর সাইকেল ছাতক থেকে উদ্ধার, চোর আটক সাংবাদিক মিঠুর মোটর সাইকেল ছাতক থেকে উদ্ধার, চোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারের বিদায়ী জেলা প্রশাসককে কুলাউড়ায় সংবর্ধণা প্রদান কুলাউড়ায় চা বাগানের ভেতর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ কুলাউড়ায় হাজীপুর সোসাইটির উদ্যোগে ঘরের চাবি হস্তান্তর বড়লেখার দুবাই প্রবাসী সুলতানের স্বর্ণ পাচার : আত্মসাৎ হলে উদ্ধারে ভিআইপি ব্যবহার ফেঁসে যাচ্ছেন পরিবেশমন্ত্রী : ফোন নিয়ে তুলকালাম কমলগঞ্জে ৩০ দরিদ্র পরিবারকে রমজানের উপহার প্রদান সবচেয়ে বড় জয়ে সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা বড়লেখায় দিনমজুর হত্যা : ব্রাহ্মণবাড়িয়া থেকে ২ আসামি গ্রেফতার টাঙ্গুয়ায় বজ্রপাতে জেলে নিহত বড়লেখায় বনে আগুন-প্রধান বনসংরক্ষক গঠিত তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শণ

সাংবাদিক মিঠুর মোটর সাইকেল ছাতক থেকে উদ্ধার, চোর আটক

  • শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:: দৈনিক মানবকন্ঠ সিলেট অফিস, দৈনিক একাত্তরের কথার স্টাফ ক্যামেরাপার্সন, অনলাইন গণমাধ্যম সিলেট ডায়রীর প্রকাশক ও সিলেট জেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য মিঠু দাশ জয়ের চুরি হওয়া মোটরসাইকেল সুনামগঞ্জের ছাতক থেকে উদ্ধার করা হয়েছে। এবং মোটরসাইকেল চুরির ঘটনায় মোহাম্মদ হেলাল আহমদ (৩৮) নামে চোর চক্রের এক সদস্যকে আরো একটি মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজাম্মান আসাদের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় ছাতক বাজারের একটি রেস্টুরেন্টের সামন থেকে তাকে আটক করা হয়। আটক ব্যাক্তি ছাতক উপজেলার মাধবপুর খারগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেটের লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এ এইচ এম রাশেদ ফজল।

এর আগে গত ৩ অক্টোবর রাতে শারদিয় দূর্গা পূজা চলাকালীন সিলেট নগরীর মাছুদিঘীর পাড় এলাকা থেকে মিঠু দাশ জয়ের লাল রঙের গ্ল্যামার মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন মিঠু। মামলা নং-৯, তারিখ ৩/১০/২২।

মামলার প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ ও উপ পুলিশ কমিশনার (উত্তর) ডিসি আজবাহার আলী শেখ ও কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরীর নির্দেশনায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এ.এইচ.এম রাশেদ ফজলসহ পুলিশের একাধিক টিম মোটরসাইকেল চোরদের ধরতে বিভিন্ন জায়গায় সাড়াশি অভিযান চালায়।

লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই এ.এইচ.এম রাশেদ ফজল জানান, মিঠু দাশ জয়ের মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ওই চোর চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনা হবে।

ফটো সাংবাদিক মিঠু দাশ জয় তাঁর মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যকে গ্রেপ্তারে বিশেষ সহযোগিতা করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ ও উপ পুলিশ কমিশনার (উত্তর) ডিসি আজবাহার আলী শেখ ও কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews