ভালবেসে বিয়ে করে স্বামীর প্রতারণার শিকার কুলাউড়ার প্রবাস ফেরৎ সিমা ভালবেসে বিয়ে করে স্বামীর প্রতারণার শিকার কুলাউড়ার প্রবাস ফেরৎ সিমা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
 স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন বড়লেখার খলাগাও বাজারে বিট পুলিশিং কমিটির সভা মায়ের সংবাদ সম্মেলন- কুলাউড়ায় প্রবাসীকে একের পর এক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে আত্রাইয়ে মহাসড়কে ঝরল এক এনজিও কর্মীর প্রাণ উপজেলা পরিষদ নির্বাচন আত্রাইয়ে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কুলাউড়ায় দুই নেত্রীর লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি? প্রকপ্ল পরিদর্শণে কুলাউড়ায় ইউনিসেফ ওয়াশ ন্যাশনাল কনসালটেন্ট কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ি সাইদুল ইসলামের মতবিনিময়

ভালবেসে বিয়ে করে স্বামীর প্রতারণার শিকার কুলাউড়ার প্রবাস ফেরৎ সিমা

  • শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

এইবেলা, কুলাউড়া:: কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মৃত খলিল মিয়ার মেয়ে সৌদি আরব প্রবাসী সিমা বেগমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় হবিগঞ্জ জেলার খোয়াইমুখ রোড, চৌধুরী বাজারের নাজমুল হোসেনের ছেলে মোত্তাকিন হোসেন সাবিদের। পরিচয়ের সূত্র ধরে প্রেম-ভালবাসা বিয়েতে গড়ায়। বিয়ের কিছুদিন পর সিমা বেগমের প্রবাসের উপার্জিত সমুদয় টাকা পয়সা হাতিয়ে সাবিদ তাকে বাবার বাড়ীতে রেখে শটকে পড়ে। বর্তমানে সিমা বেগম ৬ মাসের অন্তস্বত্ত্বা। স্বামীর প্রতরাণায় নিঃস্ব প্রবাস ফেরৎ সিমার দিন কাটছে এখন খেয়ে না খেয়ে।

সরেজমিনে জানা গেছে, ২০১৯ সালে সিমা বেগম (১৮) সৌদি আরবে পাড়ি জমায়। প্রবাসী সিমা বেগমের সাথে হবিগঞ্জের মোত্তাকিন হোসেন সাবিদের ইমুর মাধ্যমে পরিচয় ঘটে। পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে শুরুহয় গভীর প্রেম। মন দেয়া-নেয়ার এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ২০২২ সালে সিমা বেগম সৌদি আরব থেকে দেশে চলে আসে। ১৩ এপ্রিল ৭ লাখ টাকা দেনমোহর ধার্য করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর সাবিদ সিমা বেগমকে হবিগঞ্জে নিয়ে একটি বাসায় তোলে। এরপরই সুকৌশলে সিমা বেগমের প্রবাসের উপার্জনের ৪ লাখ টাকা নিজের আয়ত্বে নিয়ে নেয় স্বামী সাবিদ। অল্প দিনের মধ্যে স্বামীর আসল চেহারা ধরা পড়তে থাকে সিমার কাছে। সাবিদ প্রায় দিন মাদক সেবন করে গভীর রাতে বাসায় ফিরতো। টাকার জন্য স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালাতো। এক সময় সাবিদ সিমা বেগমকে বাবার বাড়ি রেখে শটকে পড়ে।

সিমা বেগম জানায়, ‘সাবিদ একজন প্রতারক। ভালবেসে তাকে বিয়ে করে প্রতারিত হয়েছে। আমার সরলতার সুযোগ নিয়ে সে প্রবাসে উপার্জিত ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমি তার প্রতারণার সুবিচার চাই।’

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালিক ফজলু বলেন, সাবিদ একজন প্রতারক। সে সিমা বেগমের সকল টাকা পয়সা আত্মসাত করে তাকে বাবার বাড়ীতে রেখে চলে গেছে। তিনি সাবিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।

অভিযুক্ত মোত্তাকিন হোসেন সাবিদের বক্তব্য জানতে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা নাজমুল হোসেন জানান, শুনেছি মেয়েটিকে তালাক দেওয়া হয়ে গেছে। এর বেশি কিছু তিনি জানেন না বলে জানিয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews