জুড়ীতে জলিল মাস্টারের অভিযোগ-‘আমার উপর মিথ্যা হত্যা মামলা করা হয়েছে’ জুড়ীতে জলিল মাস্টারের অভিযোগ-‘আমার উপর মিথ্যা হত্যা মামলা করা হয়েছে’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী  শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সহপাঠী ও স্বজনরা কমলগঞ্জে বিয়ের রাতে হার্ট অ্যাটাকে বরের অন্তঃসত্ত্বা ভাবির মৃত্যু  কমলগঞ্জ ঘরে তীরের সাথে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা ‘২৪ এর রঙে গ্রাফিতি’ প্রতিযোগিতা- জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বড়লেখা সরকারি কলেজ ১৭ বছরেও জনগণের হৃদয় থেকে তারেক রহমানকে মুছে ফেলা যায়নি : শরীফুল হক সাজু ২৪’র রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা কলেজ জুলাই ঘোষণাপত্রে অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতির অঙ্গিকার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আত্রাইয়ে বিএনপির বিজয় র‌্যালি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে জামায়াতের গণমিছিল

জুড়ীতে জলিল মাস্টারের অভিযোগ-‘আমার উপর মিথ্যা হত্যা মামলা করা হয়েছে’

  • মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: ‘আমার ভাই আব্দুল হামিদ কালা একজন ঝুঁকিপূর্ন হৃদরোগী ছিলেন। গত ২৬ জুন রাতে তিনি খুব বেশী জ্বরে আক্রান্ত হন এবং শরীরে খিচুনী ওঠে। ২৭ জুন সকালে আমার অপর ভাই ফারুক আহমেদ আমাদের বাটোয়ারাকৃত জমিতে বর্গাচাষী দিয়ে হালচাষ করাতে গেলে কালা ভাইয়ের সাথে মৌখিক বাক-বিতন্ডা হয়। তখন কালা ভাইয়ের ছেলে আপ্তাব উদ্দিন লম্বা দা নিয়ে তার চাচা ফারুক আহমেদকে কোপাতে চায়। তার এ অবস্থা দেখে তার বাবা কালার বুকের ব্যথা উঠলে তিনি সড়কে বসে পড়েন। পরে তার স্ত্রী ও কয়েকজন আত্মীয় তাকে ধরে বাড়িতে নেন। সেখানে উনার স্ত্রী ছালেহা বেগম তাকে পানি পান করালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে প্রত্যক্ষদর্শীদের মুখে শোনেছি। আমি তখন সেখানে ছিলাম না, জুড়ী শহরের বাসায় অবস্থান করছিলাম। কিন্তু আমাদের আত্মীয় নহে এমন ৪/৫ জন লোকের প্ররোচনায় আমার ভাতিজা আপ্তাব উদ্দিন তার বাবার স্বাভাবিক মৃত্যুকে হত্যা উল্লেখ করে আমিসহ ৪ জনকে আসামী করে জুড়ী থানায় মিথ্যা মামলা দায়ের করে।’

নিজেকে নির্দোষ দাবী করেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের বাসিন্দা ও বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে অবস্থিত ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জলিল। সোমবার (৩১ জুলাই) বিকাল ৩টায় উপজেলা শহরস্থ এম.জেড কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য রাখেন। এ সময় ভোগতেরা গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী মবশ্বির আলী উপস্থিত ছিলেন।

তিনি বলেন- বিগত ২০২১ সালের ১৯ আগস্ট গ্রামের মুরব্বীয়ানদের সহযোগিতায় আমরা তিন ভাইয়ের যাবতীয় স্থাবর সম্পত্তি রেজিস্ট্রি বাটোয়ারানামা করে পৃথক করা হয়। তখন থেকে আমরা নিজ নিজ অংশ ভোগ-দখল করছি। আমার ভাই মৃত্যুর পর আমাদের নিকটাত্মীয়, বোন, ভগ্নিপতি ও গ্রামের সচেতন লোকজন বিষয়টি নিয়ে আমার ভাবী ছালেহা বেগম ও ভাতিজা আপ্তাব উদ্দিনকে বুঝিয়ে পোস্টমর্টেম ছাড়া লাশ দাফনের ব্যবস্থা করতে একমত হন। কিন্তু কয়েকজন লোক হিংষা ও পরশ্রীকাতরতার রোষানলে পড়ে আমি ক্ষতিগ্রস্থ ও আমার এতিম ভাতিজা গুলো আজ দিশেহারা।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews