বড়লেখায় রাজমিস্ত্রী রিয়াজ হত্যাকাণ্ড : ৫ আসামি রিমান্ডে বড়লেখায় রাজমিস্ত্রী রিয়াজ হত্যাকাণ্ড : ৫ আসামি রিমান্ডে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ায় গাছ পড়ে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধের পর চালু কুলাউড়ায় চাচা-ভাতিজা মুখোমুখি, চলছে বাকযুদ্ধ বড়লেখায় ক্ষুদে লেখক ইমা রচিত ‘আমার স্বপ্ন, আমার দেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী শাওন পুলিশের ধরাছোঁয়ার বাইরে বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২০৭ পরিবারে প্রবাসি সংগঠনের ঢেউটিন বিতরণ কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে অনেক পরিবার কুলাউড়ায় চা বাগান কেন্দ্রিক প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কমলগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় শাড়ি দিয়ে শিশুর আত্মহত্যা

বড়লেখায় রাজমিস্ত্রী রিয়াজ হত্যাকাণ্ড : ৫ আসামি রিমান্ডে

  • সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় রাজমিস্ত্রী রিয়াজ উদ্দিন (৩০) হত্যা মামলার প্রধান আসামিকে ৪ দিনের ও অন্য ৪ আসামিকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই মো. মাসুদ পারভেজ জমাদার হত্যাকাণ্ডের মূলরহস্য উদ্ঘাটনের জন্য আদালতে আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে আদালত মামলার প্রধান আসামি আজমিরীগঞ্জের সিরাজুল ইসলাম ওরফে ইমনের ৪ দিনের এবং একই এলাকার মো. আলমঙ্গীর মিয়া, মো. শাহআলী, মো. আসাবুল ও ব্রাহ্মণবাড়ীয়ার নাসির নগরের মো. হুমায়ুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা এসআই মো. মাসুদ পারভেজ জমাদার বলেন, ব্যবসায়িক প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যাকাণ্ডের ঘটানো হয়েছে না-কি, এর পেছনে অন্য কোন কারণ রয়েছে; তার রহস্য উদ্ঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। সোমবার শুনানি শেষে আদালত প্রধান আসামির ৪ দিনের ও অপর চার জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জানা গেছে, বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ দোহালিয়া গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৩০) রাজমিস্ত্রীর কাজসহ দিনমজুরি করতেন। গত ৫ সেপ্টেম্বর বিকেলে ভাঙ্গারির দোকানে কাজ আছে বলে নিজবাড়ি থেকে বের হন। পরদিন ৬ সেপ্টেম্বর সকালে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাধবছড়া ব্রিজের প্রায় ১৫০ গজ পশ্চিম দিকে ছড়ার তীরের কৃষিজমিতে স্থানীয় কৃষকেরা অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নিহতের মা কনাবি বিবি ছেলের লাশ শনাক্ত করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews