কুলাউড়ার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের পিতা হাফিজ মহসিন খানের মৃত্যু : জানাযায় মানুষের ঢল কুলাউড়ার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের পিতা হাফিজ মহসিন খানের মৃত্যু : জানাযায় মানুষের ঢল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে আত্রাইয়ে মহাসড়কে ঝরল এক এনজিও কর্মীর প্রাণ উপজেলা পরিষদ নির্বাচন আত্রাইয়ে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কুলাউড়ায় দুই নেত্রীর লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি? প্রকপ্ল পরিদর্শণে কুলাউড়ায় ইউনিসেফ ওয়াশ ন্যাশনাল কনসালটেন্ট কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ি সাইদুল ইসলামের মতবিনিময় জুড়ীতে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা

কুলাউড়ার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের পিতা হাফিজ মহসিন খানের মৃত্যু : জানাযায় মানুষের ঢল

  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

এইবেলা কুলাউড়া :: কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক খান সাহেদের পিতা হাফেজ মহসিন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, কুলাউড়ার পৌরসভাধীন উছলাপাড়াস্থ খান বাড়ি নিবাসী আত্তরখান হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মহসিন খান দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে সিলেটের জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.)-এর ১৬তম ঈসালে সাওয়াব মাহফিলে সোমবার রাত ১১টা ৪০ মিনিটে লাখো মানুষের উপস্থিতিতে বালাই হাওর মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন আল্লামা ফুলতলী (র.)-এর বড় পুত্র আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী।

পরদিন মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় কুলাউড়ার উছলাপাড়াস্থ আত্তরখান হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কয়েক সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন মরহুমের পুত্র কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ। পরে পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়।

জানাজার পূর্বে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের  সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মরহুমের পুত্র কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম প্রমুখ।

প্রেসক্লাব কুলাউড়ার শোক :: হাফেজ মহসিন খানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews