কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় মৌলভীবাজারে কমলগঞ্জে সাঁওতাল ও দু:স্থ চা শ্রমিক শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছে সোনালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার দুপুরে উপজেলার পাত্রখোলা চা বাগানে পারুয়াবিল সাঁওতাল পল্লী ও সন্ধ্যায় বাঘিছড়া চা বাগানে প্রায় একশত শীতার্ত লোকদের মাঝে কম্বল বিতরণ করেন সোনালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমরান উল্লাহ।
এ সময় সোনালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার দেব, সুজিত কুমার রায়, কাজী রকিব উদ্দিন, এসপি শাহেদ আহমদ চৌধুরী, ব্যাংকের শমশেরনগর শাখা ব্যবস্থাপক সুলতানা কামরুন্নাহার নাহিদ, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রাক্তন প্রধান শিক্ষক অপূর্ব নারায়ণ, উপজেলা মধুচাষী সমিতির সভাপতি আলতাফ মাহমুদ বাবুল, চা শ্রমিক নেতা সীতারাম বীন, শিক্ষক সীতারাম দোসাদ প্রমুখ।
উল্লেখ্য, সিএসআরের আওতায় সারাদেশে দু:স্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছে সোনালী ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।#
Leave a Reply