কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের “সেইফ ওয়াটার ক্যাম্পেইন “ কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের “সেইফ ওয়াটার ক্যাম্পেইন “ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে আত্রাইয়ে মহাসড়কে ঝরল এক এনজিও কর্মীর প্রাণ উপজেলা পরিষদ নির্বাচন আত্রাইয়ে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কুলাউড়ায় দুই নেত্রীর লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি? প্রকপ্ল পরিদর্শণে কুলাউড়ায় ইউনিসেফ ওয়াশ ন্যাশনাল কনসালটেন্ট কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ি সাইদুল ইসলামের মতবিনিময় জুড়ীতে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা

কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের “সেইফ ওয়াটার ক্যাম্পেইন “

  • সোমবার, ১৮ মার্চ, ২০২৪

এইবেলা, কুলাউড়া :: পানির স্থাপনা ,গভীর অগভীর টিওবয়েল,ড্রাগ ওয়েল,পাতকূয়া রেইন ওয়াটার হারভেষ্টিং বা ব্যবহার যোগ্য পুকুরসহ সকল পানি নিরাপদ ও পানির উৎসকে নিরাপদ ব্যবহার যোগ্য রাখতে পরিস্কার পরিচ্ছন্নতা অপরিহার্য । নিরাপদ পানি পাওয়ার জন্য পানির স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরী । পানির স্থাপনার জায়গা পরিস্কার পরিচ্ছন্ন না হলে নিরাপদ পানি পাওয়া কঠিন হয়ে উঠবে। নলকূপের যায়গা নিরাপদ থাকলে পানি নিরাপদ থাকবে “সেইফ ওয়াটার ক্যাম্পেইন “ উদ্ভোদনে বক্তারা এ আহব্বান জানান।

পানির স্থাপনা ও ব্যাবহারের পানি নিরাপদ রাখতে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কুলাউড়ায় তিন দিন ব্যাপী “সেইফ ওয়াটার ক্যাম্পেইন” শুরু করেছে। ডিপিএইচই উপজেলা কর্মকর্তা প্রকৌশলী মোঃ মহসিন এ ক্যম্পেইনের উদ্ভোধন করেন।

এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ বলেন পানির স্থাপনা নিরাপদ ব্যবহারযোগ্য রাখতে জন সচেতনতা বাড়াতে হবে, জীব জগতের সকল প্রানীর বেচে থাকার অবলম্বন ও প্রধান উপকরণ পানিকে নিরাপদ রাখতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। সামান্য অবহেলা ও অসতর্কতার অভাবে মূল্যবান ও জরুরী পানির স্থাপনা গুলো অকেজো হয়ে নষ্ট হয়ে না যায় সে জন্য মানুষ কে সচেতন করে তুলতে হবে।

তিন দিন ব্যাপী এ ক্যাম্পেইনের আওতায় জন সচেতনতা সৃষ্টি করতে মাইকিং, ইষ্টিকার ,লিপলেট বিতরণ, উপকারভোগীদের অংশগ্রহনে আর্সেনিক মুক্ত পানির স্থাপনার আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা করা , প্রকল্প এলাকার সিলেক্টকৃত কিছু নলকূপ মেরামতসহ ব্যবহার যোগ্য কিছু পুকুর পরিস্কার করা হবে।

জিওবি-ইউনিসেফ টিএ প্রকল্পের আওতায় ইউনিসেফের অর্থায়নে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন ) কুলাউড়া উপজেলার কাদিপুর, কুলাউড়া,বকশিমইল ও রাউৎগাঁও ইউনিয়নে নিরাপদ পানি,উন্নত স্যানিটেশন ও হাইজিন নিয়ে কাজ করছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews