এইবেলা, বড়লেখা ::
বড়লেখায় পলিথিন আটকের জের ধরে দু’পক্ষের মধ্যকার সংঘর্ষের ঘটনায় থানায় দায়েরকৃত দু’টি মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে পুলিশ বুধবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। একই মামলার অপর আসামী সেলিম আহমদ বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত উভয় আসামীর জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।
জানা গেছে, পলিথিন আটকের জের ধরে ২ জুলাই পৌরশহরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত শামীম আহমদ ১৮ জনের ও জসিম উদ্দিন ১৫ জনের নামোল্লেখ করে থানায় পৃথক দুটি মামলা করেন। দুটি মামলায় শাহজালাল শপিং সিটির তত্ত¡াবধায়ক সাইদুল ইসলামকে প্রধান আসামি করা হয়। মামলার পরই পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠায়। এরপর থেকে সাইদুল ইসলাম আত্মগোপন করেন। বুধবার পুলিশ খবর পায় আসামি সাইদুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থান করেছেন। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) গোলাম দস্তগির ও বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এদিকে একই মামলার অপর আসামী সেলিম আহমদ বৃহস্পতিবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সাইদুল ইসলাম ও সেলিম আহমদকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, দুই মামলার প্রধান আসামি গ্রেফতার সাইদুল ইসলামকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেন। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।
Leave a Reply